নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচন নিয়ে যখন চূড়ান্ত তৎপরতা শাসক এবং বিরোধী দলে, সেই সময় অভিনব পদক্ষেপ বিজেপি-র অভিভাবক সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। দিল্লিতে একটি মসজিদে গেলেন তিনি। সেখানে মসজিদের প্রধান ইমামের সঙ্গে বৈঠকও সারলেন। শুধু তাই নয়, কাছের একটি মাদ্রাসায় গিয়ে সেখানকার পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন ভাগবত।


দিল্লির মসজিদে সংঘপ্রধান মোহন ভাগবত


বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের দফতর থেকে অনতিদূরে অবস্থিত, কস্তুরবা গাঁধী গান্ধি মার্গের একটি মসজিদে যান ভাগবত। সেখানে সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান, উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার পরই ভাগবতের প্রশংসায় পঞ্চমুখ ইলিয়াসি। ভাগবতকে ‘রাষ্ট্রপিতা’ হিসেবে উল্লেখ করেন তিনি।


ওই মসজিদে ভাগবত বেশ কিছু ক্ষণ ছিলেন বলে জানা গিয়েছে। বন্ধ ঘরে ইলিয়াসির সঙ্গে তিনি প্রায় এক ঘণ্টা বৈঠক করেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইলিয়াসির ছেলে, সুহেব বলেন, ‘‘দেশের কাছে শুভ বার্তা যাচ্ছে। এক পরিবারের সদস্যের মতোই আমাদের মধ্যে কথা হয়েছে। আমাদের আমন্ত্রণ পেয়ে উনি যে এলেন, তাতে খুব আনন্দিত আমরা।’’


ভাগতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ইলিয়াসি বলেন, ‘‘আমার আমন্ত্রণে আজ এসেছিলেন ভাগবতজি। উনি রাষ্ট্রপিতা এবং রাষ্ট্রঋষি। এই সাক্ষাৎ গোটা দেশকে শুভ বার্তা দেবে। আমাদের ডিএনএ এক, শুধু আরাধনার ভঙ্গি আলাদা, কিন্তু মানবতাই সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি, দেশ সবকিছুর ঊর্ধ্বে।’’


আরও পড়ুন: Rupee Record Low: টাকার দামে নয়া সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮০.৫৮, ঋণের উপর বাড়বে সুদের হার!


প্রায় একমাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার কোনও ইসলামি ধর্মগুরুর সঙ্গে সাক্ষাৎ করলেন ভাগবত। তা নিয়ে প্রশ্ন করলে, সংঘ মুখপাত্র সুনীল অম্বেদকর বলেন, ‘‘একটি আলোচনাপ্রক্রিয়া চলছে। এই সাক্ষাৎও তারই অঙ্গ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেই দেখা-সাক্ষাৎ করেন ভাগবত। সংঘের সংবাদ প্রক্রিয়ার অংশ এটি।’’


সাম্প্রতিক কালে একের পর এক ইসলামি ধর্মগুরুর সঙ্গে দেখা করেছেন ভাগবত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত মজবুত করতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে সংঘ। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ মামলা যখন আদালতে, মহম্মদকে নিয়ে নুপূর শর্মার মন্তব্যে যখন হিংসা ছড়িয়ে পড়ছে, সেই সময় প্রত্যেক মসজিদে শিবলিঙ্গ খোঁজার কথা বলতে শোনা যায় ভাগবতকে। তার পরই ইমাম সংগঠনের তরফে ভাগবতকে আমন্ত্রণ জানানো হয়।


সম্প্রতি একাধিক বার মুসলিম ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ ভাগবতের


এর আগে, গত ২২ অগাস্ট পাঁচ মুসলিম বিদ্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ভাগবত। সেই সময় দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক অশান্তি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশিও। ভাগবতকে উদ্ধৃত করে কুরেশি জানিয়েছিলেন, সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ নিয়ে অসন্তুষ্ট ভাগবত। পারস্পরিক সহযোগিতা ছাড়া ভবিষ্যতের পথে এগনো অসম্ভব বলে জানিয়েছেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজীব জং, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তন আচার্য লেফটেন্যান্ট জেনারেল জমিরউদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকি, ব্যবসায়ী সইদ শেরবানিও। মুসলিমদের ‘পাকিস্তানি’ বলে কটাক্ষ, তাঁদের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলার মতো বিষয় ভাগবতের সামনে তুলে ধরেন সকলে। তাঁদের ভাগবত এ নিয়ে আশ্বস্তও করেন বলে জানা যায়।