নয়াদিল্লি: দীপাবলির (Diwali 2022) আগে টাকার দামে ফের রেকর্ড পতন (Indian Rupee Falls)। বুধবার প্রতি ডলারে (US Dollar vs Indian Rupee) টাকার দাম ৮৩.০২-এ গিয়ে ঠেকেছে। তাতে সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দীপাবলির আগে মুদ্রাস্ফীতি আরও চরম আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি চড়া হারেই সুদ সংগ্রহ চালিয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 


টাকার দামে সর্বকালীন পতনের সাক্ষী থাকল শেয়ার বাজার


বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ৮২.৩০৬২-এ গিয়ে ঠেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও নেমে হয় ৮২.৮৯৩৮। বাজার বন্ধের আগে তারও নেমে ৮২.৯৪৫০-এ এসে ঠেকে। শেষমেশ ৮৩.০২-তে গিয়ে বাজার বন্ধ হয়। মঙ্গলবারের তুলনায় এ দিন আরও ৬৬ পয়সা পতন চোখে পড়ল টাকার দামে। কারণ মঙ্গলবার বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৮২.৩৬।


আরও পড়ুন: Stock Market Closing: টানা ৪ দিন বুল রান বাজারে, বৃহস্পতিতে কী অঘটন ? কততে যেতে পারে নিফটি ?


টাকার দামে লাগাতার পতন ঘটে চললেও, এতদিন টাকার দর যাতে ৮৩-তে না নামে, তার জন্য চেষ্টা চালাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্কও। ৮২.৪০ পর্যন্ত টাকার দাম পর্যন্ত নামলেও নামতে পারে ভেবে এগনো হচ্ছিল। তাতে ডলার কেনায় প্রভাব পড়ে। তাতেই টাকার দাম আরও দ্রুত গতিতে পড়তে থাকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই বেসরকারি সংস্থা অত্যধিক ডলারের দাবি করছিল। তাতেই টাকার দাম আরও পড়ে যায়। 


দুর্দিনেও দুই শিল্প সংস্থা ডলারের জোগান বাড়াতে জোর দেয় বলে অভিযোগ


এর আগে, মঙ্গলবার একবার টাকার দামে সামান্য উন্নতি লক্ষ্য করা যায়। সে দিন প্রথমে ৮২ এবং পরে টাকার দাম পৌঁছয় ৮২.৩৬-এ। কিন্তু ব্যাঙ্ক এবং ব্যবসায়ীদের একাংশের দাবি, মঙ্গলবার সামান্য উন্নতির পরই বেসরকারি তেল আমদানিকারী সংস্থাগুলি ডলারের দাবি বাড়ায়। একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তরফেও শুক্রবার মেয়াদ শেষের আগেই এক্সচেঞ্জ কন্ট্র্যাক্ট কেনা হয়। তার জেরেই এমন পরিস্থিতি বলেও মনে করছেন ব্য়বসায়ী মহলের একাংশ। তাই শীঘ্রই টাকার দাম ৮৩.৫০-এও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।


টাকার দামে লাগাতার এই পতনে সম্প্রতি প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, টাকার দামে পতনকে এ ভাবে দেখা উচিত নয়। ডলার শক্তিশালী হচ্ছে বলে যুক্তি দেন তিনি। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার।