আগরতলা : এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসতে ত্রিপুরার পড়য়াদের সাহায্যের উদ্যোগ সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। নিজের বেতন থেকে বিমান ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ত্রিপুরার পড়ুয়াদের দিল্লি-আগারতলা বিমানের ভাড়া দেওয়ার কথা জানিয়েছেন।


বিপ্লব দেব বলেন, তাঁদের নিঃশর্ত আশীর্বাদের জন্য আমি সবসময় ত্রিপুরার মানুষের কাছে ঋণী। সেই কৃতজ্ঞতা স্বরূপ, আমি সিদ্ধান্ত নিয়েছি, ইউক্রেন থেকে ত্রিপুরার যেসব ছাত্র ফিরছেন তাঁদের দিল্লি-আগরতলা বিমানের খরচ আমার বেতন থেকে মেটাব। 


তাঁর সংযোজন, এই মর্মে ত্রিপুরা ভবন দিল্লির আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেন থেকে ত্রিপুরার যেসব ছাত্র-ছাত্রী ফিরছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারত সরকার ভারতীয় ছাত্রদের তাঁদের পরিবারের সঙ্গে আবার এক করার জন্য নিবেদিত।


ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে সেখানে আটকে পড়েন অনেক ভারতীয়। সেই তালিকায় রয়েছেন পড়ুয়ারাও। বিশেষ করে মেডিক্যাল পড়ুয়ারা। বিভিন্ন শহর থেকে তাঁরা নিরাপদ সীমান্ত এলাকায় আসার পর একে একে অনেককেই উদ্ধার করা হচ্ছে। অপারেশন গঙ্গায় তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু, এখনও অনেকেই আটকে রয়েছে।


এদিকে ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই রাশিয়া দিয়ে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। এখন ইউরোপের দিক থেকে ভারতীয় ছাত্র-ছাত্রীদের উদ্ধার করা হচ্ছে। কিন্তু, রাশিয়া ঘেঁসা খারকিভ ও সুমি শহরে এখনও বহু ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের রাশিয়ার পথে উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।


রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের জন্য ১৩০টি বাস অপেক্ষা করছে। ইতিমধ্যেই, সেখানে পৌঁছে গেছেন ভারতীয় দূতাবাসের কর্মীরা।


এদিকে জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে বলে গোটা ইউরোপে জানান জেলেনস্কি। বিস্ফোরণ হলে তা হবে চেরনোবিলের থেকে দশগুণ বেশি ভয়ানক, আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর। রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করে ইউক্রেন। জাপানের প্রধানমন্ত্রীকে রাশিয়ার পারণমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে নিরাপত্তায় যে সঙ্কট তা বুঝতে পেরেছি আমরা, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর জানালেন জেলেনস্কি।