নয়াদিল্লি: ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (OTT platform Netflix) আসছে নতুন 'ক্যুইজ শো' (Quiz Show)। আগামী ১ এপ্রিল তার প্রথম কথোপকথন দৈনিক কুইজ শো - 'ট্রিভিয়া কোয়েস্ট' - (Trivia Quest) নিয়ে আসছে নেটফ্লিক্স। শোনা যাচ্ছে এমনটাই।


এই অনুষ্ঠানটি 'ট্রিভিয়া ক্র্যাক' থেকে অনুপ্রাণিত। এই অনুষ্ঠানে থাকবে ২৪টি 'মাল্টিপল চয়েস' প্রশ্ন। কলা, বিজ্ঞান থেকে শুরু করে একাধিক বিষয়ে থাকবে প্রশ্ন। একইসঙ্গে একটি ন্যারেটিভের মাধ্যমে অভিজ্ঞতা গড়ে তোলা হবে। 


ব্যবহারকারীদের প্রধান কাজ হবে নায়ক উইলিকে সাহায্য করা। সে ট্রিভিয়া ল্যান্ডের বাসিন্দাদের এক খলনায়কের অর্থাৎ ভিলেনের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। গোটাটাই হবে জ্ঞানের ভাণ্ডার থেকে। যা  কল্পিত হতে পারে, তবে একটি বিশুদ্ধ প্রতিযোগিতা হবে।


এতে কোনও আসল পুরস্কার নেই। তবে ব্যবহারকারীরা একটি পর্ব আবার করে খেলে পয়েন্ট বাড়াতে পারে এবং 'নির্দিষ্ট সমাপ্তি'র পথে এগিয়ে চলতে পারে।


আরও পড়ুন: Ritabhari Chakraborty: মাতৃত্বকালীন বা অসুস্থতার কারণে ছুটি নিয়ে কখনও অপরাধবোধে ভুগবেন না, বলছেন ঋতাভরী


শোয়ের শিরোনাম সেই সমস্ত ডিভাইসে পাওয়া যাবে যেখানে  ইন্টারেক্টিভ নেটফ্লিক্স রয়েছে। যার মধ্যে বেশিরভাগ আধুনিক ব্রাউজার, মোবাইল ডিভাইস, স্মার্ট টিভি এবং স্ট্রিমিং হার্ডওয়্যার রয়েছে। 


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা খুব শীঘ্রই এই ট্রিভিয়া কোয়েস্ট 'পরীক্ষামূলক' হিসেবে শুরু করবে এবং এখনই আর কোনও এই ধরনের অনুষ্ঠান শুরু হবে না। একইসঙ্গে সংস্থার পক্ষ থেকে এও জানানো হয়েছে যে এই ধরনের অনুষ্ঠান যদি ভবিষ্যতে আরও শুরু হয় তাহলে অবাক হওয়ার কোনও ব্যপার নেই।


নেটফ্লিক্স প্রায়ই নিজেদের পরিবেশনে নতুনত্ব আনার চেষ্টা করেন। কিছুদিন আগেই ভারতে তাদের সাবস্ক্রিপশন রেট কমিয়েছে নেটফ্লিক্স। এরপর নতুন এক ফিচারও এনেছে তারা। ব্যবহারকারীরা এখন 'কন্টিনিউ ওয়াচিং' (Continue Watching) তালিকা থেকে কনটেন্ট মুছেও ফেলতে পারবেন।