নয়া দিল্লি : "প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটা কৌশলগত পরিকল্পনা করা দরকার সরকারের।" ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়ার পর ট্যুইটারে শোকপ্রকাশ করে এমনই লিখলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি লেখেন, "ইউক্রেনে ভারতীয় ছাত্র নবীনের মৃত্যুর মর্মান্তিক খবর পেলাম। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই।"


এদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছেন যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি। ট্যুইটারে তিনি লেখেন, "এই মৃত্যুর দায় কার? পুতিন, যে যুদ্ধ শুরু করেছেন ? নাকি মোদি, যে সময় মতো ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করেননি ?"



শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে খারকিভে বোমাবর্ষষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে কিছু আগেই জানা গেছে। নাম নবীন শেখারাপ্পা। কর্ণাটকের হাভেরির বাসিন্দা। মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন।


আরও পড়ুন ; ইউক্রেনে একতরফা হামলার জের, কেড়ে নেওয়া হবে পুতিনের তাইকোন্ডো ব্ল্যাকবেল্ট !


বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইটারে লেখা হয়, খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজ সকালে ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারকে গভীর সমবেদনা জানাই।


ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। ভিডিওয় দেখা গেছে, রুশ হানায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপর একটি ভিডিওয় দেখা গেছে, শহরের সবথেকে বড় সরকারি ভবনও উড়িয়ে দেওয়া হয়েছে। 


আজ সকালেই ভারতীয় দূতাবাসের তরফে দ্রুত কিভ ছাড়ার জন্য ছাত্র-সহ ভারতীয়দের অনুরোধ করা হয়। ট্রেনে বা যে কোনও ভাবে কিভ ছাড়তে বলা হয়।