নয়া দিল্লি : শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে রাশিয়া (Russia)। এদিকে খারকিভে বোমাবর্ষষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক (External Affairs Ministry)। এই পরিস্থিতিতে দ্রুত সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকালই দিল্লি এসে পৌঁছচ্ছে আরও সাতটি বিমান। "অপারেশন গঙ্গা"-র আওতায় তাঁদের আনা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-কে এমনই জানাচ্ছে সরকারি সূত্র।


ইতিমধ্যেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরেছে নয়টি বিমান। সংশ্লিষ্ট সূত্র এএনআই-কে জানিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম বিমান হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে মঙ্গলবার সন্ধ্যায় রওনা দেবে। আগামীকাল সকাল ৭টা ২০ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে। ইন্ডিগো বিমানের ২১৬ জন যাত্রীকে বহন-ক্ষমতা রয়েছে।


সূত্রের খবর, সারাদিন ধরে বুদাপেস্ট, জেসজো এবং বুকারেস্ট থেকে রওনা দেবে এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত একে একে সেগুলি অবতরণ করবে। ভারত সরকার এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো ও স্পাইস জেটের ২০টি বিমান মোতায়েন করেছে। এগুলি ছাড়াও, বায়ুসেনাকেও বলা হয়েছে, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে ভারতীয়দের উদ্ধার করতে।


আরও পড়ুন ; সাতপাঁচ না ভেবে দ্রুত কিভ ছাড়ুন, ভারতীয়দের জরুরি নির্দেশ দূতাবাসের


প্রসঙ্গত, বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রয়েছে রাশিয়ার। এমনই আশঙ্কা করা করা হচ্ছে। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। আকাশ ও জলপথেও হামলার আশঙ্কা। কিভের নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়েছে।


রাজধানীর কাছেই একটি গ্রামে প্রসূতি হাসপাতালে গোলাবর্ষণ করেছে রুশ সেনা। এর আগে কিভ ও খারকিভের মধ্যবর্তী ওখতিরকা সেনাঘাঁটিতে রুশ হামলায় ৭০ জন ইউক্রেনিয় সেনার মৃত্যু হয়। পাল্টা ইউক্রেনের দাবি, যুদ্ধে সাড়ে ৫ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার, ১৯৮টি ট্যাঙ্ক সহ বহু সমরাস্ত্রর। এদিকে খারসন শহরও ঘিরে ফেলেছে রুশ সেনা। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট।