CBSE Term 1 Board Exams 2022: ৩৩ লক্ষ পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। CBSE Term 1 Board-এর দ্শম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করবে না কেউ। ফল বেরোনোর আগেই এই ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড Central Board For Secendary Education (CBSE)। 


CBSE Term 1 Board Exams 2022: এই ঘোষণার ফলে CBSE Term 1 Board Exam-কে যারা কঠিন পরীক্ষা বলে মানতেন তাদের সুবিধা হল। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় কাউকে ফেল করাবেন না তারা। এবার নতুন পদ্ধতিতে ১০ ও ১২-এর বোর্ডের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের আদলে Term 1-এর পরীক্ষা হয়েছে। এই ক্ষেত্রে স্টেপ মার্কিয়ের জন্য কোনও সুযোগ দেওয়া হয়নি। তাই পরীক্ষার্থীরা আগেই নতুন প্রশ্নপত্রের আদল নিয়ে প্রশ্ন তুলেছে।


CBSE Term 1 Board Exams 2022: কীভাবে হবে মূল্যায়ন ?
বোর্ডের তরফে আগেই জানানো হয়েছে, নতুন প্রশ্নপত্র্রের কারণে CBSE Term 1 Board Exam-এ পরীক্ষার্থীদের কেবল নম্বর দেওয়া হবে। সেই কারণে রিপিটার, কমপার্টমেন্ট গ্রেড এবার দেওয়া হবে না। কোনও পরীক্ষার্থীকেই পাশ বা ফেল করানো হবে না। কেবল সেকেন্ড টার্মের সময় পরীক্ষার্থীদের পাশ বা ফেল দিয়ে মূল্যায়ন করা হবে। সেই ক্ষেত্রে টার্ম ১ , টার্ম ২ ও 'ইন্টারনাল অ্যাসেসমেন্ট'-এর ওপর ভিত্তি করে ফাইনাল ফল ঘোষণা করা হবে। 


CBSE Term 1 Board Exams 2022: কবে ঘোষণা হবে পরীক্ষার ফল ?
জানুয়ারিতেই ঘোষণা হবে CBSE Term 1 Board Exams 2022-এর ১০ ও ১২ ক্লাসের ফল। এই বছর স্কুলগুলিকে রেজাল্টের একই দিনে Answer Key মূল্যায়ন করতে বলেছে কেন্দ্রীয় বোর্ড। এর ফলে অনেক দ্রুত রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে। অন্তত তেমনই মনে করছে Central Board For Secendary Education (CBSE)।    


Job list for this week: SBI-TCS ছাড়াও আরও চাকরির সুযোগ, এই সপ্তাহেই আবেদনের শেষ তারিখ 


South Central Railway Jobs : রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি, এই যোগ্যতা আছে কি ?


Education Loan Information:

Calculate Education Loan EMI