নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছল রাজীব-মামলা। ২ সপ্তাহ পর হতে পারে শুনানি। 


সারদা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি।


গত বছরের শেষের দিকে, সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল সিবিআই। এদিন সেই আবেদনের শুনানি হওয়ার কথা। 


এর আগে, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল রাজীব কুমারকে। সিবিআই দাবি করেছিল, বহু তথ্য তিনি জানাতে চাননি।


ফলে, পরে আবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। সারদা-মামলায় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে বলে রাজীব কুমারের জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট।


যদিও সিবিআইয়ের দাবি, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না।


এরমধ্যেই সারদা ও নারদকাণ্ডে বিজেপিতে যাওয়া তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি জানালেন কুণাল ঘোষ। বলেন, যদি সিবিআই নিরপেক্ষ থাকে তাহলে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না কেন?


কুণালের পুরনো বক্তব্যকে হাতিয়ার করে তাঁকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। রাজ্য বিজেপি সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, উনি ঠিক করবেন নাকি কাকে ডাকা উচিত, কাকে ডাকা উচিত নয়? কুণালকে এই নিয়ে মাথা ঘামাত হবে না।