Petrol-Diesel Price: মাঝে দু’দিনের বিরতি। ফের বাড়াল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে ৩৫ পয়সা। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ২০ পয়সা। 
আজ থেকেই পেট্রোল ডিজেলে ১ টাকা সেস কমাল রাজ্য। যদিও তার সুবিধা পুরোপুরি পেলেন না সাধারণ মানুষ। কারণ দু’দিন এক জায়গায় থাকার পর আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। 
দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটারে ৯০.৬২ টাকা। ৩৫ পয়সা বেড়ে তা হয়েছে ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৮১.০১ টাকা। আজ তা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৮১.৩৬ টাকা।   


 


চলতি বছর অর্থাৎ ৫৪ দিনে কতটা বাড়ল দাম?



২০২১-এর ১ জানুয়ারি দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটারে ৮৩.৭১ পয়সা। ডিজেলের দাম ছিল ৭৩.৮৭ টাকা। কিন্ত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হল লিটার পিছু  ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ৫৪ দিনের ব্যবধানে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ৭.২২ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম এই পর্বে বেড়েছে ৭.৪৫ টাকা। 
গত ১৫ দিনে কতটা বেড়েছে দাম?


দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৯ ফেব্রুয়ারি থেকে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৬.৯৫ টাকা। ডিজেলের দাম ছিল ৭৭.১৩ টাকা। কিন্তু আজ পেট্রোলের দাম প্রতি লিটারে পিছু  ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩.৯৮ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৪.১৯ টাকা।


পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য, সেস থেকে ১ টাকা ছাড় দিচ্ছে রাজ্য। সোমবার মধ্যরাত থেকে যা রাজ্যে কার্যকর হয়েছে


৯০ পেরিয়েছে আগেই। এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! ভোটের মুখে লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের মুখে সেস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 


কিন্তু সেস কমানোর সেই সুবিধা পুরোপুরি পেলেন না রাজ্যের মানুষ। কারণ, এদিনের ফের মূল্যবৃদ্ধি।