নয়াদিল্লি : নিম্নমুখী করোনাগ্রাফ (Coronavirus) । ১ লাখের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। এরই মধ্যে খুলে গেল স্কুল রাজধানীতে। দিল্লি (Delhi) ও গুজরাতেb (Gujrat) আজ থেকে ফের খুলল স্কুল। দিল্লিতে শুরু হল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। তবে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে স্কুলে যাবে বলে জানানো হয়েছে। গুজরাতেও আজ স্কুল খুলল। প্রথম থেকে নবম শ্রেণির ক্লাস শুরু হয়েছে। 


করোনা পরিস্থিতি ( Corona Wave) ঢেউ কিছুটা সামলে, গুজরাত সরকার ৭ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার কথা ঘোষণা করে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা আজ থেকে ক্লাস শুরু করবে । সরকারি, বেসরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস শুরু হবে। বহুদিন পর শ্রেণিকক্ষে ফিরবে হইচই, ভরবে ব্ল্যাকবোর্ড।  তবে অনলাইন শিক্ষাও অব্যাহত থাকবে । তবে শিক্ষার্থীদের কাছে দুটি সিস্টেমের অপশনই খোলা থাকবে। ২০২১ সালের ডিসেম্বর থেকে সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করার পরে গুজরাতের স্কুলগুলির অফলাইন ক্লাস বন্ধ হয়ে যায় । অফলাইন ক্লাসগুলি সরকার কর্তৃক আগে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে চালানো হবে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

আরও পড়ুন : 


১ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামল এক লক্ষের নিচে, মৃত্যুও হাজারের কম


সোমবার থেকেই খুলল দিল্লিতে স্কুল (Delhi Schools) , কলেজ এবং কোচিং ইনস্টিটিউটগুলি।  দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বা ডিডিএমএ, জিম, সুইমিং পুল এবং স্পাগুলিকেও একইদিনে পুনরায় খোলার অনুমতি দিয়েছে। রাতের কার্ফুর (Night Curfew) সময়কাল এক ঘণ্টা কমানো হয়েছে; এখন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু জারি। এর আগে রাত ১০টা থেকে কারফিউ শুরু হত।ক্লাস গুলি পর্যায়ক্রমে খুলবে। টিকা দেওয়া হয়নি এমন শিক্ষকরা ক্লাস নিতে পারবেন না। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি থেকে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস আবার শুরু হবে।


অন্যদিকে একই দিনে বাংলায় স্কুলের মুখ দেখল কচিকাঁচারা। কেউ ক্লাস টু, কেউ থ্রি - অথচ প্রথমবার স্কুলে আসা। অচেনা সহপাঠীকে এই প্রথম সামনে থেকে দেখা, হাতে হাত ধরে বন্ধুত্ব তৈরির পালা। পাড়ায় শিক্ষালয়