বেঙ্গালুরু: প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মেয়ে। নিজে চিকিৎসক, সুপ্রতিষ্ঠিত। এ হেন তরুণীর রহস্যজনক মৃত্যু বেঙ্গালুরুর অভিজাত আবাসনে। ওই তরুণী প্রবীণ বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) নাতনি। শুক্রবার বেঙ্গালুরু (Bengaluru) বাড়ি থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা (Suicide) করে থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের। তবে অন্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। 


মৃত তরুণীর নাম সৌন্দর্য। বয়স ৩০ বছর। ইয়েদুরাপ্পার মেজো মেয়ে পার্বতীর কন্যা তিনি। তাঁর মৃত্যুকে ‘অস্বাভাবিক মৃত্যু’ বলে উল্লেখ করে আপাতত মামলা দায়ের করা হয়েছে। সৌন্দর্যর পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর বাড়ির গৃহ সহায়িকাকেও। 


সৌন্দর্য পেশায় চিকিৎসক ছিলেন। নিজের সহকর্মী চিকিৎসক, নীরজ এস-এর সঙ্গে ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তাঁদের মাস ছ’মাস বয়সি এক সন্তানও রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার নীরজ হাসপাতালের উদ্দেশে বেরিয়ে যান। তার পর ফ্ল্যাটে একাই ছিলেন সৌন্দর্য। বেলার দিকে কাজ করতে আসেন সৌন্দর্যর গৃহ সহায়িকা। অনেক ক্ষণ ধরে ডেকেও ভিতর থেকে কারও সাড়া পাননি তিনি। দরজায় ধাক্কা দিলেও, কেউ খোলেননি। 


আরও পড়ুন: Covid19 Update: আসল পরিসংখ্যান ঢাকা পড়ে যাচ্ছে না তো! সেল্ফ টেস্ট কিটের বিক্রি ঘিরে উদ্বেগ


তাতে সৌন্দর্যর স্বামীকে ফোন করেন ওই গৃহ সহায়িকা। হাসপাতাল থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন নীরজ। কিন্তু ফোন বেজে গেলেও, কেউ ধরেনি। তাতেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তাতেই ঘরের মধ্যে সৌন্দর্যের নিথর দেহ উদ্ধার হয়। কী অবস্থায় সৌন্দর্যর দেহ মেলে, তা জানা যায়নি। আত্নহত্যা করে থাকলে, কী ভাবে করেছেন, তা নিয়েও কোনও মন্তব্য করেনি পুলিশ। বোরিং হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


মাউন্ট কারমেল কলেজের কাছে সুসজ্জিত অভিজাত আবাসনে স্বামী এবং সন্তানকে নিয়ে সংসার ছিল সৌন্দর্যর। তাঁর মৃত্যুর খবর পেয়েই সেখানে ছুটে যান ইয়েদুরাপ্পা। তাঁকে সমবেদনা জানাতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও। বিজেপি-র নেতা-কর্মীরাও ইয়েদুরাপ্পার সঙ্গে একে একে দেখা করেন।