Senior Citizen Fixed Deposit Rate: রিজার্ভ ব্যাঙ্ক (RBI)রেপো রেট বৃদ্ধির পরে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। বর্তমানে ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে বেশকিছু ব্যাঙ্ক। জেনে নিন, কারা পাবেন এই সুবিধা। 

Fixed Deposit: প্রবীণ নাগরিকরা পাবেন এই সুবিধাআপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে এই ব্যাঙ্কগুলির স্থায়ী আমানতে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে দেশের কিছু ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিটের উপর দারুণ সুদ দিচ্ছে। এতে বিনিয়োগ করা খুবই নিরাপদ বলে মনে করা হয়। জেনে নিন,কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে। এই খবরে আপনাকে একসঙ্গে অনেক ব্যাঙ্কের FD-এর সুদের তথ্য দেওয়া হচ্ছে। যেখান থেকে আপনি নিজের জন্য সঠিক ব্যাঙ্ক বেছে নিতে পারবেন।

Senior Citizen Deposit: ফিক্সড ডিপোজিট কী ?রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিয়ম অনুসারে, আপনি আপনার টাকা একটি সিঙ্গসল ব্যাঙ্কের স্থায়ী আমানতে রাখতে পারবেন। যার উপর আপনি প্রতি বছর সুদের সুবিধা পাবেন। প্রয়োজনে এই স্কিম আরও বাড়ানো যেতে পারে। এতে প্রবীণ নাগরিকরা বেশি আগ্রহ পাবেন।

Fixed Deposit: ৮ শতাংশের বেশি সুদগত বছর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বেশ কয়েকবার রেপো রেট পরিবর্তন করে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক আপনাকে ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় স্কিম দিচ্ছে। এই ফিক্সড ডিপোজিট স্কিমে অ্যাক্সিস ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক FD-তে ৮ শতাংশ বা তার বেশি সুদ দিচ্ছে। মনে রাখবেন, এতে প্রবীণ নাগরিকদের ৮ শতাংশ বা তার বেশি সুদ দেওয়া হচ্ছে।

Senior Citizen Deposit: কারা পাবেন এই সবিধা ?এই স্কিমের জন্য আপনার বয়স ৬০ বছর বা তার বেশি ও ৮০ বছরের কম হতে হবে। ৮০ বছরের বেশি বয়স হলে তিনি এই ফিক্সড ডিপোজিটের সুদের হার পাবে না।

Fixed Deposit: এক নজরে দেখুন এফডি-তে ৮ শতাংশের বেশি রিটার্নপঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক - সিনিয়র সিটিজেনরা 666 দিনের FD-তে 8.05% রিটার্ন পাবেন।Axis Bank - প্রবীণ নাগরিকরা 2 বছর থেকে 30 মাসের কম সময়ের FD-তে 8.01% সুদ পাবেন।DCB ব্যাঙ্ক - প্রবীণ নাগরিকরা 700 দিন থেকে 36 মাসের কম সময়ের FD-তে 8.35% রিটার্ন পাবেন।IDFC ফার্স্ট ব্যাঙ্ক - এই ব্যাঙ্কে, প্রবীণ নাগরিকদের 18 মাস - 1 দিন - 3 বছরের FD-তে 8% রিটার্ন দেওয়া হচ্ছে।ইয়েস ব্যাঙ্ক - এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা 25 মাসের FD-তে 8% ও 35-মাসের বিশেষ FD-তে 8.25% সুদ পাবেন।বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা 7.50 শতাংশ রিটার্ন পাবেন।কানারা ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা 444 দিনের এফডিতে 7.65 শতাংশ সুদ পাবেন।

Government Scheme: পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার ! আপনার কাছেও এসেছে এই মেসেজ ?