Bank News: আপাতত হচ্ছে না ৩০, ৩১ জানুয়ারির ব্যাঙ্ক ধর্মঘট। মুম্বইয়ে লেবার কমিশনের সঙ্গে বৈঠকের পরে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কের ৯টি সংগঠন। ফলে চলতি মাসের শেষে ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বেতনে দেরি হওয়ার আশঙ্কা থাকল না।
এদিন সকাল থেকেই ৩০ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে ছিল সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। নতুন করে বৈঠকে রফাসূত্র বেরবে কিনা তা চিন্তায় ফেলেছিল ব্যাঙ্ক সংগঠনগুলিকে। সপ্তাহে ৫দিন কর্ম দিবস, পুরনো পেনশন স্কিম-সহ একাধিক দাবিতে আন্দোলন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে ধর্মঘট হওয়ার কথা ছিল ৩০ ও ৩১ জানুয়ারি। যদিও মুম্বইয়ে লেবার কমিশনের সঙ্গে বৈঠকের পরে স্থগিত ঘোষণা করে দেওয়া হয় এই ধর্মঘট।
Bank Strike: আগের বৈঠকে সমাধান হয়নি
২৪ জানুয়ারি মুম্বইতে ব্যাঙ্ক সংগঠনগুলির দাবিদাওয়া নিয়ে একটি বৈঠক হয়েছিল। যদিও সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। তাই আজ ফের আলোচনায় বসেছিল ব্যাঙ্ক সংগঠনগুলি।
Bank News: কী বলছে ব্যাঙ্ক সংগঠন ?
এর আগে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে ইউএফবিইউ বলেছিল, ৩০-৩১ জানুয়ারি দুই দিনের ধর্মঘটের সিদ্ধান্ত এখনও বহাল আছে। মঙ্গলবার মুম্বাইয়ে ডেপুটি চিফ লেবার কমিশনারের অফিসে সমঝোতা বৈঠক বসে। সেখানে ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি মেটাতে কোনও দৃঢ় আশ্বাস পাওয়া যায়নি। অন্যদিকে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) বলে, তারা ১৫ দিনের মধ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের (UFBU) সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
SBI Bank Strike: স্টেট ব্যাঙ্ক কোন দিকে ?
এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২৪ জানুয়ারি স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেয় ৩০-৩১ জানুয়ারি ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নগুলির ডাকা দুই দিনের সর্বভারতীয় ধর্মঘটের কারণে সংস্থার শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম প্রভাবিত হতে পারে। ব্যাঙ্ক বলেছে, "আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)-কে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ধর্মঘটের নোটিশ দিয়েছে। ইউএফবিইউ-এর সাংবিধানিক ইউনিয়নগুলির সদস্যরা যেমন AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF ও INBOC তাদের দাবির সমর্থনে ৩০ ও ৩১ জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে যাওয়ার প্রস্তাব করেছে।"
Bank Strike: কীসের দাবিতে ধর্মঘট ?
"ওইদিন ব্যাঙ্ক তার শাখা ও অফিসগুলিতে ধর্মঘটের দিনগুলিতে স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে, তবে ধর্মঘটের ঘটনা ঘটলে আমাদের ব্যাঙ্কের কাজগুলি প্রভাবিত হতে পারে।" ব্যাঙ্ক ইউনিয়নগুলির ছাতা সংগঠন, UFBU ১৫ জানুয়ারি জানিয়েছিল, তাদের ইউনিয়নগুলির সঙ্গে যুক্ত কর্মীরা ব্যাঙ্ক কর্মীদের জন্য ১১ তম মজুরি নিষ্পত্তি সংক্রান্ত উদ্বেগের কারণে ৩০-৩১ জানুয়ারি ধর্মঘটে যাবে৷
বেতন ও পরিষেবার শর্তগুলির সংশোধনের জন্য গত পাঁচ বছরের নিষ্পত্তি (2017-22) এখন শেষ। ব্যাঙ্ক ইউনিয়নগুলি একটি নতুন পাঁচ বছরের দাবি নিষ্পত্তি নিয়ে আলোচনা শুরু করতে চায়। ব্যাঙ্ক ইউনিয়নগুলোও সরকারের কাছে ২ লক্ষ শূন্য পদ পূরণের দাবি জানিয়েছে।তারা সরকারকে পেনশন আপডেট, জাতীয় পেনশন সিস্টেম (NPS) বাতিল করা ও মজুরি সংশোধনের দাবিতে অবিলম্বে আলোচনা শুরু করা সহ কয়েকটি অমীমাংসিত সমস্যার সমাধান করতে চায়।
আরও পড়ুন: Google Layoffs: আজব ছাঁটাই ! চাকরিপ্রার্থীর সঙ্গে কথার সময় কাজ হারালেন গুগলের নিয়োগকারী