নয়াদিল্লি: ক্যানসারের বিরুদ্ধে আরও একবার জয়। সার্ভিক্যাল ক্যানসারের টিকায় ছাড় ডিজিসিআইয়ের। ডিজিসিআই-এর বিশেষজ্ঞ কমিটি সেরাম ইন্সটিটিউটের তৈরি কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাসের (quadrivalent human papillomavirus) ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে। ৯ বছর থেকে ২৬ বছরের পুরুষ ও স্ত্রী রোগীদের জন্য এই টিকায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
এবার ভারতেই:
সূত্রের খবর, বাজারে টিকাটি আনার জন্য ৮ জুন সেরাম ইন্সিটিউটের তরফে ডিজিসিআই-এর কাছে আবেদন করা হয়। এএনআই সূত্রের খবর, এই টিকার ফেজ ২ ও ৩ শেষ করা হয়েছে। এই টিকায় ছাড়পত্র পাওয়ায় তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতদিন এই ক্যানসারের ভ্যাকসিনের জন্য বিদেশের উপর নির্ভর করতে হতো। এবার ভারতেই তৈরি হবে সার্ভিক্যাল ক্যানসারের টিকা।
চার রকম প্রজাতির ভাইরাসকে প্রতিহত করবে এই টিকা। এর আগে শুধুমাত্র মহিলাদেরই এই টিকা দেওয়া যেত। এবার থেকে পুরুষদেরও এই টিকা দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কোথায় গুরুত্ব:
ভারতে সার্ভিক্যাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট। বলা হয়ে থাকে, ভারতে মহিলাদের মধ্যে ক্যানসার সংক্রমণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই রয়েছে এই ক্যানসার। ফলে ভারতেই তৈরি হওয়া এই টিকা বাজারে এলে, অনেকর বেশি সংখ্যক নাগরিক এই টিকা নিতে পারবে। বিদেশের উপর নির্ভরশীলতাও অনেকটাই কমবে। এখন বাজারে যে টিকা পাওয়া যায়, তার দাম অনেক বেশি। অধিকাংশ সাধারণ নাগরিকের পক্ষেই তা কষ্টসাধ্য। ভারতে তৈরি টিকা বাজারে এলে দামও কমে যাবে অনেকটাই।
আরও পড়ুন: ফের জিজ্ঞাসাবাদ? শুক্রবার রাহুল গান্ধীকে ইডি অফিসে তলব