Google Map Toll Price: গুগল ম্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার গন্তব্য দেওয়া থাকলে গাড়িতে আগেই টোল প্রাইস বলে দেবে গুগল ম্যাপ। টোলে কত টাকা দিতে হবে বলার পাশাপাশি ট্রাফিক লাইট, স্টপ সাইনও দেখা যাবে গুগল ম্যাপে। জানেন কীভাবে দেখতে পারবেন টোল প্রাইস।


Google Map Update: কোন-কোন দেশে পাওয়া যাবে সুবিধা ?
আপনি কি কখনও গুগল ম্যাপে টোল বুথের বিষয়টি কল্পনা করেছেন ? এপ্রিল থেকেই এই বৈশিষ্ট্য গুগল ম্যাপে দিয়েছে কোম্পানি। যেখানে মানচিত্রে আপনাকে রুট ছাড়াও টোলে কত টাকা লাগবে তা দেখানো হবে। যাত্রা শুরুর আগে যাত্রী তথা চালকের কাছে খুব সুবিধাজনক হতে পারে এই ফিচার। এই বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও ইন্দোনেশিয়ার ২ হাজারেরও বেশি রাস্তার জন্য পাওয়া যাবে।


Google Map Toll Price: এয়ার কোয়ালিটি ইনডেক্সের পর নতুন ফিচার
সম্প্রতি গুগল ম্যাপে এয়ার কোয়ালিটি ইনডেক্স ফিচার লঞ্চ করা হয়। যেখানে আপনাকে আগেই দূষণ মুক্ত পরিবেশের বার্তা দেবে গুগল ম্যাপ। এবার সেই একই অ্যাপে গন্তব্যে রাস্তা ছাড়াও টোল প্রাইস বলে দেবে অ্যাপ। এতে যাতায়াতের রাস্তা ভালভাবে বুঝতে সক্ষম হবেন যাত্রী।


Google Map Update: গুগল ম্যাপে দেখেতে পারবেন বিভিন্ন টোল মূল্য


গুগল প্রথম এপ্রিল মাসে টোল মূল্য দেখানো শুরু করে। এখন মানচিত্র যাত্রা শুরুর আগে গন্তব্যের আনুমানিক টোল মূল্য দেখাবে। সেখানে টোল পাস করা হয় কি না, তাও দেখিয়ে দেবে ম্যাপ।


Google Map Toll Price: কীভাবে গুগল ম্যাপে টোল মূল্য চেক করবেন ?


গুগল ম্যাপে টোল মূল্য দেখতে আপনাকে প্রথমে ন্যাভিগেশন সেটিংসে যেতে হবে। এবার এখানে 'View toll pass prices' বিকল্পটি সক্রিয় করুন। গুগল বলেছে যে ব্যবহারকারীরা 'রুট অপশন' এর অধীনে 'Avoid toll road'বিকল্পটি সক্রিয় করে টোল রাস্তা এড়াতে পারেন। চাইলেই তারা সাধারণ রাস্তা বেছে নিতে পারেন। 


Google Map Update: ভারতের মানচিত্র ব্যবহারকারীরা টোল মূল্য দেখতে পারবেন


গুগল ম্যাপে নতুন আনুমানিক টোল পাস মূল্য বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে। ভারত, ইন্দোনেশিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানচিত্র ব্যবহারকারীরা 2,000 এরও বেশি রাস্তার জন্য এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন।


আরও পড়ুন : WhatsApp Payment: হোয়াটসঅ্যাপে পেমেন্ট করলেই ১০৫ টাকা ! কীভাবে পাবেন জানেন ?