নয়াদিল্লি: ফের তলব রাহুল গান্ধীকে। ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় আবার জিজ্ঞাসাবাদ করা হবে রাহুলকে। শুক্রবার ফের ইডি অফিসে আসার জন্য তলব করা হয়েছে কংগ্রেস সাংসদকে। এর আগে তিনবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রাহুল।  


লাগাতার জিজ্ঞাসাবাদ:
এই নিয়ে তিনবার ইডির মুখোমুখি হলেন রাহুল গান্ধী। শুক্রবার ইডি অফিসে গেলে, এই নিয়ে চারবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন রাহুল। প্রায় সাড়ে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বুধবার প্রায় রাত সাড়ে নটা নাগাদ ইডি অফিস থেকে বেরোন রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত মামলায় ইডির একাধিক প্রশ্নের মুখে রাহুল গান্ধী। সংবাদ সংস্থা সূত্রের খবর, সংস্থার সিদ্ধান্তের ক্ষেত্রে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভূমিকা কী ছিল, তা জানার চেষ্টা করছে ইডি (ED)। 


ED asks Congress leader Rahul Gandhi to appear on Friday to rejoin the investigation in the National Herald case. pic.twitter.com/7ppYfCn0kJ


— ANI (@ANI) June 15, 2022


রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে সচেষ্ট হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বুধবার দিল্লিতে অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠকও হয়েছে। সেখানে কয়েকটি দল বাদ দিলে একাধিক অবিজেপি দলগুলি উপস্থিত ছিল। ছিলেন সিপিএম, সিপিআই-এর প্রতিনিধিরাও। সংবাদ সংস্থা সূত্রের খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে ইডির তলব করা নিয়ে নিন্দা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়। 
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে তলব করা নিয়ে সরব কংগ্রেস। এর প্রতিবাদে নয়াদিল্লিতে বারবার বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশজুড়ে সব রাজ্যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। বুধবারও কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সরগরম রাজধানী। পুলিশের বিরুদ্ধে এআইসিসি অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ করেছে কংগ্রেস। 


আরও পড়ুন: ঊর্ধ্বগামী জ্বালানি-চাহিদা, টান নেই জোগানে, দাবি কেন্দ্রের