নয়াদিল্লি: মহারাষ্ট্রে (Maharastra) আরও ৭ ওমিক্রন আক্রান্তের (Omicron) হদিশ মিলল। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত হয়েছেন আটজন। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, ওই রাজ্যে  নতুন যে ৭ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে পুণেতে রয়েছেন ৬ জন।


 


 






কর্ণাটক, গুজরাত, মুম্বইয়ের পর দিল্লিতেও। দেশে পঞ্চম ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে। তানজানিয়া ফেরতের দেহে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট।দেশের রাজধানীতেও ওমিক্রন ঢুকে পড়ায় চিন্তা বেড়েছে সবার। কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয়েছে, পূর্ব আফ্রিকার তানজানিয়া ফেরত ১৭ জনের শরীরে মেলে করোনা ভাইরাস। তাঁদের মধ্যে ৬ জন একই পরিবারের। আক্রান্তদের একজনের শরীরে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গা ব্যথা, জ্বরের মতো কিছু উপসর্গ নিয়ে ৩৭ বছরের ওই ব্যক্তিকে দোসরা ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তাঁর শরীরে হদিশ মেলে ওমিক্রনের। 


উল্লেখ্য, এ নিয়ে দেশে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১২। দেশে ওমিক্রনে আক্রান্ত মোট ১২ জনের মধ্যে মহারাষ্ট্রে ৮ জন, কর্ণাটকে ২। গুজরাত ও দিল্লির একজন রয়েছেন। গতকালই গুজরাত ও মহারাষ্ট্রে দু’জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। গুজরাতের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়, জিম্বাবোয়ে ফেরত জামনগরের বাসিন্দার শরীরে মিলেছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট। কাল দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল চার। 


বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এ পর্যন্ত ৩৮টি দেশে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের হদিশ। তবে মৃত্যুর খবর মেলেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেনে ৭৫ জন আক্রান্তর খোঁজ। ওমিক্রনে আক্রান্ত এমন ৪০ জন সন্দেহভাজনের খোঁজ মিলছে না ভারতে। আমরা তৈরি, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।


দেশজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২ জন করোনা রোগীর মৃত্যুতে বেড়েছে আতঙ্ক। হাসপাতালে ভর্তি ১৩ জন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ানে সফর করেছেন, এমন যাত্রীদের নিয়ে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছেন দার্জিলিঙের জেলাশাসক। কঠোরভাবে করোনাবিধি পালনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সংক্রমণ রুখতে দেশের পাশাপাশি রাজ্যেও বিমানবন্দরে চলছে কড়া নজরদারি। তবে চিকিত্‍সকদের ভাবাচ্ছে ছোটদের ভ্যাকসিনশেন শুরু না হওয়ার বিষয়টিও।