মুম্বই : মহারাষ্ট্রে (Maharashtra পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে যাচ্ছে উদ্ধব শিবির। অন্যদিকে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের ( Eknath Shinde)  দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৫২ জন বিধায়ক। 
এরই মধ্যে জোরের সঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই'। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাউত ( MP Sanjay Raut )  বলেন, ‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই। চ্যালেঞ্জ করছি, বিদ্রোহীরা সামনে আসুন’। 


অমিত শাহ - নরেন্দ্র মোদিকে কী বললেন রাউত ?
বৃহস্পতিবার টানটান উত্তেজনার মাঝেই অমিত শাহ - নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সঞ্জয় রাউত বলেন, ' মোদি-অমিত শাহ শুনে নিন। আপনাদের সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, শরদ পাওয়ারকে (NCP chief Sharad Pawar)  মুম্বইয়ে ঢুকতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন। আপনাদের অবস্থান স্পষ্ট করুন। ' 


বিজেপির সমর্থন নেব কি না, এখনও ভাবিনি:  একনাথ শিণ্ডে
যদিও এরই মধ্যে শিণ্ডে বলেছেন, ' বিজেপির সমর্থন নেব কি না, এখনও ভাবিনি। বিধায়কদের সঙ্গে বৈঠক করে, পরবর্তী সিদ্ধান্ত’, এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানান শিবসেনার বিদ্রোহী বিধায়ক। 
এই মুহূর্তে, মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৬ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে। আজই এই মামলার শুনানি করতে পারেন ডেপুটি স্পিকার। 


এক নজরে মহারাষ্ট্রের পরিস্থিতি 


১. সঙ্গে আছেন শিবসেনার ৪০ বিধায়ক, নির্দলদের ১২ জন মিলিয়ে মোট ৫২ বিধায়ক। এবিপি আনন্দে প্রতিক্রিয়া একনাথ শিণ্ডের।


২ . গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন শিণ্ডে। গুয়াহাটিতে শিণ্ডে শিবিরে যোগ দিতে পারেন আরও বিধায়ক।


৩. মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৭ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।


৪. মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। দলবদলের উপর দাপট কমছে উদ্ধবের? ঠানে, রায়গড়ে বাল ঠাকরের ছবির সঙ্গে জায়গা শিণ্ডের।