মুম্বই: বিজেপি-কে (BJP) শক্তিশালী করতে বিরোধী শিবিরের সংখ্যালঘু ভোটে থাবা বসানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই ভাবমূর্তি কাটিয়ে উঠতে মহারাষ্ট্রের (Maharashtra) মহা বিকাশ আঘাডি (Maha Vikas Aghadi) জোটের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) অল ইন্ডিয়া মসজিল-ই-ইত্তেহাদুল মুসলিমিন (All India Majlis-e-Ittehadul Muslimeen/AIMIM) দলের সেই প্রস্তাব খারিজ করল শিবসেনা (Shiv Sena)। তাদের সাফ যুক্তি, বিজেপি-র ‘বি’ টিম, যারা ঔরঙ্গজেবের সমাধিতে মাথা ঠোকে, তাদের সঙ্গে জোট গড়ার প্রশ্নই ওঠে না।


সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর নতুন করে ওয়েইসির দলের বিরুদ্ধে বিরোধীদের সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর অভিযোগ সামনে এসেছে। তার মোকাবিলায় সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনা-ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) এবং কংগ্রেসের মহা বিকাশ আঘাডি জোটের সঙ্গে জোট গড়ার প্রস্তাব দেন এআইএমআইএম সাংসদ ইমতিয়াজ জলিল। বিজেপি-কে রুখতে হলে তিন চাকার অটোর বদলে চার চাকার গাড়ি অনেক বেশি কার্যকর বলে মন্তব্য করেন তিনি।


জলিলের এই মন্তব্যে গা করেননি এনসিপি এবং কংগ্রেস (Congress) নেতৃত্ব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমনিতে মুসলিম দরদি বলে কংগ্রেসকে অহরহ আক্রমণ করে চলেছে বিজেপি। এআইএমআইএম-এর প্রস্তাব গ্রহণ করলে সেই অভিযোগকে বৈধতা দেওয়া হয়। তাই এ নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না তারা।


আরও পড়ুন: Venkaiah Naidu Updates: শিক্ষার গৈরিকীকরণে অভিযুক্ত কেন্দ্র, ‘এতে দোষের কী আছে’, প্রশ্ন উপরাষ্ট্রপতির


 কিন্তু প্রকাশ্যে এ নিয়ে প্রতিক্রিয়া দিতে পিছপা হননি শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁর কথায়, “বিজেপি-র সঙ্গে গোপন আংতাত রয়েছে এআইএমআইএম-এর। উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে তা প্রমাণিত। এআইএমআইএম বিজেপি-র ‘বি’ টিম হয়েই থাকবে। মহা বিকাশ আঘাডি তিন দলের জোট। তাতে চতুর্থ শরিকের কোনও প্রয়োজন নেই।”   


সঞ্জয়ের দাবি, মহা বিকাশ আঘাডি জোট ছত্রপতি শিবাজির পুজো করে। এআইএমআইএম ঔরঙ্গজেবের সমাধিতে মাথা ঠোকে, যিনি কি না শিবাজিকে আগ্রায় বন্দি করে রেখেছিলেন। নিজের বুদ্ধিতে পরে সেখান থেকে পালাতে সক্ষম হন শিবাজি। তাই এআইএমআইএম-এর হাত ধরার প্রশ্নই ওঠে না বলে জানান সঞ্জয়।   


হায়দরাদের বাইরে অন্য রাজ্যে সে ভাবে সুবিধা করতে না পারলেও, মহারাষ্ট্রে মোটামুটি সুবিধাজনক জায়গাতেই রয়েছে এআইএমআইএম। হায়দরাবাদের নিজামের অধীনে থাকা মারাঠাওয়াড়া এলাকা বর্তমানে মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত। ২০১২ সালে নানদেদ পুরসভা নির্বাচনে ১১টি আসনে জিতে সেখানে নিজের ভিত মজবুত করেছে এআইএমআইএম। ২০১৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও দু’টি আসনে জয়ী হয় তারা, অওরঙ্গাবাদ সেন্ট্রাল এবং বাইকুল্লা।২০১৯ সালে শিবসেনার হাত থেকে অওরঙ্গাবাদ লোকসভা আসনটিও ছিনিয়ে নেয় তারা। ওই বছর বিধানসভা নির্বাচনে ধুলে এবং মালেগাঁও আসন দু’টিও নিজেদের ঝুলিতে পুরে ফেলে এআইএমআইএম। সেখানেও কংগ্রেস এবং এনসিপি-র সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর অভিযোগ তাদের বিরুদ্ধে।