আবীর দত্ত,কলকাতা: সিকিমে ধসে (Sikkim Landslide) চাপা পড়ে ঘুমের মধ্যে মৃত্যু একই পরিবারের তিন জনের। বাড়ির গৃহকত্রী এবং তাঁর দুই ছেলের মৃত্যু হয়েছে। গভীর রাতে ওই বাড়িতে মাটির চাঙর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থলে হাজির পুলিশ এবং প্রশাসন।
ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেল গোটা পরিবার
সিকিমের গ্যাংটকের (Gangtok) রঙ্গে দোকান দারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সওয়া ১টা নাগাদ ওই বাড়িতে বিশালাকার চাঙর ভেঙে পড়ে। সেই সময় গভীর নিদ্রায় ছিলেন পরিবারের সদস্যরা। তাই কিছু টের পাওয়ার আগে, ঘুমের মধ্যেই মারা যান তাঁরা (Landslide Death)। ঘুমাচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গৃহকর্তা বিমল মঙ্গার বাড়িতে ছিলেন না। বিমল পেশায় গাড়িচালক। তিনি গতকালই শিলিগুড়ি যান। তাতেই রক্ষা পেয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং-সহ একনাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে। তাতে জায়গায় জায়গায় ধস নেমেছে। কোথাও রাস্তা সম্পূর্ণ ভাবে ধসে গিয়েছে, তো কোথাও আবার ধস নেমেছে লোকালয়ই। তাতে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গভীর রাতে যে বাড়িটিতে চাঙর ভেঙে পড়ে, সেটি মাটির বাড়ি ছিল বলে জানা গিয়েছে। বাড়িটি সম্পূর্ণ ভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে ধসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল বাহিনী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয় উদ্ধারকার্য চালাতে।
লাগাতার ভারী বৃষ্টিতেই বিপত্তি
রাস্তার পাশে ওই বাড়িটির উপর ধস নেমে আসায়, যান চলাচলও বিঘ্নিত হয়েছে। ধ্বসস্তূপ সরিয়ে কোনও রকমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এই মুহূর্তে। তার পাশাপাশি এলাক ধস প্রবণ জায়গাগুলিকে আপাতত ঘিরে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের তুলনামূলক নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফে।