Share Market Update: আশঙ্কাই সত্যি হল। শুক্রবার মার্কিন বাজারে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank) বন্ধের প্রভাব পড়ল ভারতের বাজারে (Share Market)। সপ্তাহের শুরুতেই সেনসেক্স পড়ল ৯০০ পয়েন্টের বেশি। একই অবস্থা হয়েছে নিফটির। ২৫৮ পয়েন্ট পড়েছে এই সূচক। সবথেকে খারাপ অবস্থা হয়েছে ব্যাঙ্ক নিফটির। প্রায় ২.২৭ শতাংশ পড়েছে এই সূচক (Stock market)।।


Stock Market Closing: কী অবস্থা হয়েছে বাজারের ?
সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে আজ ভারতীয় শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত হতাশাজনক প্রমাণিত হয়েছে। প্রফিট বুকিংয়ের চাপে ব্যাপক পতনের সঙ্গে বন্ধ হয়েছে বাজার। আজকের ট্রেডিং শেষে, BSE সেনসেক্স 897 পয়েন্ট কমে 58,237-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 258 পয়েন্ট কমে 17,154 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market Update: আজ কোন খাতের কী অবস্থা হয়েছে ?
পতনের ঝড় থেকে আজ কোনও খাতই রেহাই পায়নি। ব্যাঙ্ক নিফটি 920 পয়েন্টের নিচে নেমে বন্ধ হয়েছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ স্টকগুলিতেও বড় পতন হয়েছে। এ ছাড়া অটো, আইটি, এফএমসিজি, মেটাল, এনার্জি, মিডিয়া, কনজিউমার ডিউরেবলস খাতের শেয়ার দরপতন হয়েছে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 29টি বন্ধ ও একটি সবুজ রঙে বন্ধ হয়েছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 47টি শেয়ারের পতনের সঙ্গে 3টি শেয়ার সবুজে দৌড় থামিয়েছে। এদিনের লেনদেনের সময়, বাজার একবার সবুজ চিহ্নে লেনদেন করছিল। পরে সেনসেক্স 1270 পয়েন্ট ও নিফটি 375 পয়েন্ট কমেছে।


Stock Market Closing: কোন স্টকগুলি ওপরে ছিল
আজকের ট্রেডিং সেশনে টেক মহিন্দ্রা 6.84 শতাংশ বৃদ্ধির সঙ্গে অ্যাপোলো হাসপাতাল 0.64 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে৷ যেখানে IndusInd ব্যাঙ্ক 7.40 শতাংশ, SBI 3.17 শতাংশ, টাটা মোটরস 3.09 শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা 2.71 শতাংশ কমেছে।


Share Market Update: বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি
এদিন শেয়ারবাজারে পতনের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ 258.70 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা শুক্রবার 262.61 লক্ষ কোটি টাকা ছিল৷ অর্থাৎ প্রায় ৩.৯০ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।


Investment Plan: বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতের শেয়ার বাজারে (Share Market)ফের নামতে পারে ধস। মার্কিন মুলুকের অন্ততম পুরনো সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank)দেউলিয়া হওয়ায় এই আতঙ্ক তৈরি হয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে (Stock market)। 


শুক্রবারই আমেরিকার অতি পরিচিত ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা হয়েছে। সপ্তাহের শেষ দিনে ভারতের শেয়ার বাজারে খুব বেশি লেনদেনের সময় বাকি ছিল না। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ট্রেডিং সেশনে সময় বেশি না থাকায় শুক্রবার সেভাবে পতন দেখা যায়নি দালাল স্ট্রিটে। যদিও মার্কিন বাজারে এর মারাত্মক প্রভাব পড়ে। এই খবর প্রকাশ্যে আসতেই ডাও জোন্স, ন্যাসড্যাকের মতো প্রধান মার্কিন সূচকগুলি অনেকটাই নিচে নেমে যায়। চলতি সপ্তাহেও ভারতের বাজারে এর প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন : SBI, HDFC না ICICI, কোন ব্যাঙ্কের এফডিতে আগে দ্বিগুণ হবে টাকা ?