তিরুঅনন্তপুরম : সদ্য করোনা কেড়ে নিয়েছে তাঁর বড় ছেলেকে। দেশজুড়ে কোভিড পরিস্থিতির ভয়াবহতা ঠিক কতটা, ব্যক্তিগত শোক দিয়ে তা অনুভব করতে হয়েছে সীতারাম ইয়েচুরিকে। এই অবস্থায় দেশের সব হাসপাতালগুলিতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ এবং বিনামূল্যে সর্বজনীন টিকারকণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক। সীতারাম ইয়েচুরি তাঁর লেখা চিঠিতে দেশের এই অবস্থাতেও কেন্দ্রীয় সরকারের উদাসীন মনোভাব নিয়ে চরম উদ্বেগও প্রকাশ করেছেন। শনিবার চিঠিতে কেন্দ্রের ভিস্তা প্রকল্প বাতিল করে পিএম কেয়ার্স ফান্ডের অর্থ অক্সিজেন এবং ভ্যাকসিনের জন্য ব্যয়ের আবেদন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সীতারাম ইয়েচুরি লিখেছেন, "অসম্ভব বেদনা, কষ্ট এবং যন্ত্রণা নিয়ে আমি আপনাকে এই চিঠি লিখছি। বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউ স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত সুনামির আকার নিয়ে আছড়ে পড়েছে। কেন্দ্রীয় সরকারের উদাসীন দৃষ্টিভঙ্গি, মনোভাবের কারণেই পরিস্থিতি এত খারাপ হয়েছে।" চিঠিতে ইয়েচুরির সংযোজন, "সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে দুটি বিষয় নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে এই চিঠি লিখছি, যে কোনও মূল্যে সারাদেশের সমস্ত হাসপাতাল এবং রোগীদের চিকিৎসার জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেনের ব্যবস্থা করুন। সমস্ত রাজ্য সরকারকে একত্রিত করে বিনামূল্যে সর্বজনীন টিকাদান কর্মসূচি নিন। মৃত্যু মিছিল রুখতে সমস্ত গুরুত্বপূর্ণ সোর্স থেকে অবিলম্বে টিকা রফতানির ব্যবস্থা করুন।" উক্ত টিকা কর্মসূচির জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দেরও পরামর্শ দিয়েছেন বাম নেতা। চিঠিতে সীতারাম ইয়েচুরি আরও লিখেছেন যে, "আপনি যদি আমাদের সহযোদ্ধাদের অক্সিজেন এবং ভ্যাকসিন সরবরাহ করে মৃত্যু মিছিল রোধ করতে না পারেন সে ক্ষেত্রে আপনার সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারাবে। এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলাই একমাত্র লক্ষ্য এবং এখনও পর্যন্ত আপনার সরকার এই প্রাথমিক দায়িত্বই পালন করতে ব্যর্থ হয়েছে।" গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির। ট্যুইট করে ছেলের মৃত্যুসংবাদ জানিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। সেদিন ট্যুইটে তিনি লেখেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকালে কোভিডে আক্রান্ত হয়ে আমার বড় ছেলে আশিস ইয়েচুরির মৃত্যু হয়েছে।'
Yechury on Coronavirus: 'জরুরী ভিত্তিতে দেশবাসীর জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন ও টিকাকরণের ব্যবস্থা করুন', মোদিকে চিঠি ইয়েচুরির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2021 11:54 PM (IST)
চিঠিতে সীতারাম ইয়েচুরি লিখেছেন, "অসম্ভব বেদনা, কষ্ট এবং যন্ত্রণা নিয়ে আমি আপনাকে এই চিঠি লিখছি। বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউ স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত সুনামির আকার নিয়ে আছড়ে পড়েছে। কেন্দ্রীয় সরকারের উদাসীন দৃষ্টিভঙ্গি, মনোভাবের কারণেই পরিস্থিতি এত খারাপ হয়েছে।"
সীতারাম ইয়েচুরি। ফাইল চিত্র।