চলে গেলেন বিজেপি নেত্রী সোনালি ফোগত ( Sonali Phogat ) । রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর বহু অনুরাগী সোশ্যাল মিডিয়ায়। তিনি খ্যাতিসম্পন্ন টিকটক তারকা ছিলেন । তাঁর মৃত্যুর ঠিক আগের একটি ঘটনা অনুরাগীদের মনে দাগ কেটে গিয়েছে। মনে করা হচ্ছে মৃত্যুর কিছু আগে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। তিনি একই সময়ে টুইটার অ্যাকাউন্টে তার প্রোফাইল ছবিও পরিবর্তন করেন।


'হৃদরোগে আক্রান্ত'
সোমবার রাতে গোয়ায় প্রাণ হারান তিনি।  হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। প্রাথমিকভাবে  এটা জানা গিয়েছে। 
সোনালি ফোগত BJP-র হয়ে লোকসভা ভোটেও লড়েছিলেন। তিনি আদমপুর কেন্দ্র থেকে ব্যালটির লড়াইতে নাম লেখান। কিন্তু জনমত সঙ্গে ছিল না। ভোটে হারেন তিনি। এরপর আস্তে আস্তে রাজনৈতিক কেরিয়ার তৈরিতে মন দেন টিকটক তারকা। 


 Bigg Boss এও অংশ নেন সোনালি
তিনি টিভি রিয়্যালিটি শো  Bigg Boss 14-এ অংশ নিয়েছিলেন । বিজেপি নেত্রী সোনালি ফোগত এই শো-মারফত যথেষ্ট পরিচিতি লাভ করেন। 






 বিজেপি নেত্রীর দেহের ময়নাতদন্ত
জানা গিয়েছে, প্রয়াত বিজেপি নেত্রীর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং স্থানীয় পুলিশ দেহ হাসপাতালে নিয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, শুটিংয়ের জন্য দুই দিনের জন্য গোয়া গিয়েছিলেন অভিনেত্রী। সোনালি ফোগতের বাবা-মা হরিয়ানার ভুথান গ্রাম থেকে গোয়া যাচ্ছেন মেয়েকে শেষ দেখা দেখতে। ২০১৬ সালে, তার স্বামী সঞ্জয় ফোগতকে একটি খামারবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।


হিসার বিজেপির জেলা সভাপতি ক্যাপ্টেন ভূপেন্দর বলেন, “সোনালিজি গোয়ায় ছিলেন। আমি তার সহকারীর সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেন যে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।"