South East Central Railway Recruitment: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে (SECR) শিক্ষানবীশের ৫৪৮টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে এই পদগুলির জন্য আবেদনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীদের দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর বিভাগে শিক্ষানবীশ পদের জন্য এক বছরের প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
Indian Railways Job: শিক্ষাগত যোগ্যতা
10+2 সিস্টেম বা তার সমমানের পঠন পদ্ধতিতে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই কোর্স পাস করতে হবে আবেদনকারীদের।
আবেদনকারীদের বয়সসীমা:
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১৫ বছর পূর্ণ হওয়া উচিত। তবে আেবদনকারীদের বয়স যেন ২৪ বছর না হয়।
Indian Railways Job: বয়সের ক্ষেত্রে ছাড়
এই পদে আবেদনের ক্ষেত্রে SC/ST-এর জন্য ৫ বছর, OBC-এর জন্য ৩ বছর ও PWD বিভাগের জন্য ১০ বছর বয়সে ছাড় রয়েছে। প্রাক্তন সৈনিক ও অন্যান্য আবেদনকারীদের জন্য সরকার নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
প্রার্থীদের নির্বাচন:
দশম শ্রেণি ও আইটিআই উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে মেধার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। সেইসঙ্গে এই ধরনের তথ্য দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের (SECR) অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
কীভাবে আবেদন করতে হবে:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র নিম্নলিখিত সরকারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। ওয়েব পোর্টাল https://apprenticeshipindia.org তারিখ 03-05-2023 থেকে 03-06-2023 পর্যন্ত।
অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। তবে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথিপত্র দক্ষিণ পূর্ব কেন্দ্রীয় রেলওয়ে (SECR) কে পাঠাবেন না। সমস্ত যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।
Indian Railways Job: কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদনের শুরুর তারিখ: 03-05-2023
অনলাইন আবেদনের শেষ তারিখ: 03-06-2023
Education Loan Information:
Calculate Education Loan EMI