পটনা: প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বাসনা নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)  বিরোধীদের একজোট করতে নেমে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। আর সেই লক্ষ্যে পৌঁছতে প্রথম বড় ঘোষণা করে দিলেন তিনি নিজেই। জানালেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিরোধী জোট ক্ষমতায় এলে, দেশের অনগ্রসর রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়া হবে (Special Status to backward States)। 


২০২৪-এর লোকসভা নিয়ে বড় ঘোষণা নীতীশের


বৃহস্পতিবার পটনায় (Bihar news) সংবাদমাধ্যমের মুখোমুখি হন নীতীশ। সেখানে বিরোধী জোটের সরকার গড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। তার জবাবেই এমন মন্তব্য করেন নীতীশ। তিনি বলেন, "আমরা পরবর্তী সরকার গড়ার সুযোগ পেলে, অনগ্রসর রাজ্যগুলি বিশেষ মর্যাদা পাবে। তাদের বিশেষ মর্যাদা না দেওয়ার কও কারণ দেখছি না আমি।"


সম্প্রতি বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিহারে রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের সঙ্গে ‘মহাজোট’-এ ফিরেছেন নীতীশ। তার পর থেকেই জাতীয় রাজীনতিতে তাঁর ভূমিকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নীতীশ নিজে যদিও জানিয়েছেন, প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কোনও বাসনা নেই তাঁর। কিন্তু বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনতে বিশেষ সক্রিয় তিনি। দফায় দফায় অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎও করেছেন। সেই আবহেই নয়া এই ঘোষণা তাঁর। 


আরও পড়ুন: Ukraine Returned Students: ইউক্রেনফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কলেজে ভর্তি নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র


উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নিজের রাজ্য বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসনছেন নীতীশ খোদ। বিশের মর্যাদার সঙ্গে বিশেষ সুযোগ-সুবিধাও জড়িয়ে থাকে। যেমন, কেন্দ্রীয় প্রকল্প এবং অনুদানের টাকা ৯০:১০ অনুপাতে ভাগ হয়। অন্য রাজ্যের ক্ষেত্রে এই অনুপাত ৬০: ৪০ অথবা ৮০:২০।  অনগ্রসর রাজ্যগুলিকে সেই সুযোগই পাইয়ে দেওয়ার পক্ষে এ দিন সওয়াল করলেন নীতীশ।  


বিহারের জন্য বরাবর বিশেষ মর্যাদা চেয়ে আসছেন নীতীশ


দেশের সংবিধানে যদিও অনগ্রসর রাজ্যগুিলকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা উল্লেখ নেই। তবে স্বাধীনতার পর থেকে প্রাকৃতিক ভাবে বন্ধুর, অর্থনৈতিক এবং পরিকাঠামোগত ভাবে পিছিয়ে থাকা, সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিকে সময় সময়ে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার নজির রয়েছে। সেই ব্যবস্থাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন নীতীশ।