নয়াদিল্লি: যুদ্ধ পেরিয়ে দেশে ফিরেই আশঙ্কা দানা বেঁধেছিল মনে। ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের সেই আশঙ্কাই এ বার সত্য বলে প্রমাণিত হল (Ukraine Returned Students)। যুদ্ধকালে ইউক্রেন ছেড়ে দেশে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের ভারতীয় বিশ্ববিদ্য়ালয়ে জায়গা হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার (Modi Government)। শুক্রবার একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।
ইউক্রেনফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে দোলাচল
বৃহস্পতিবার শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, ২০১৯ সালের ন্যাশনাল মেডিক্যাল কমিশন আইন অনুযায়ী, এমন কোনও বিধান নেই। ইউক্রেনফেরত পড়ুয়াদের ভারতীয় কলেজে ভর্তি করলে চিকিৎসা শিক্ষার গুণগত মান ক্ষুণ্ণ হবে। কেন্দ্র আরও জানিয়েছে, ডাক্তারি পড়ার জন্য দেশে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) রয়েছে। তাতে কম নম্বর পেয়ে, পড়ার খরচ চালাতে না পেরেই অন্য দেশে পড়তে গিয়েছিলেন ওই পড়ুয়ারা।
আরও পড়ুন: Uttar Pradesh: ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন দুই দলিত কন্যাকে, লখিমপুরের ঘটনায় ময়নাতদন্তের সিলমোহর
তাই ওই সমস্ত পড়ুয়াকে দেশের সামনের সারির কলেজে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিলে, নানা আইনি বাধা-বিপত্তিও আসবে। এ ছাড়াও বারতের কলেজে ডাক্তারি পড়ার যে খরচ, তা চালাতে পারবেন না ওঁরা। কেন্দ্র জানিয়েছে, ইউক্রেনফেরত পড়ুয়াদের সাহায্য করতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। কিন্তু দেশে চিকিৎসা শিক্ষার মান ধরে রাখাও সমান জরুরি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন ছেড়ে দেশে ফিরে আসেন প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া, যার মধ্যে ডাক্তারি পড়ুয়ার সংখ্যাই ১৮ হাজার প্রায়। মাঝপথে পড়াশোনা যাতে বন্ধ না হয়, তার জন্য ভারতীয় কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁদের মধ্যে অনেকেই।
প্রায় ১৮ হাজার ডাক্তারি পড়ুয়া ইউক্রেন ছেড়ে দেশে ফিরেছেন
বৃহস্পতিবার সেই সংক্রান্ত সাতটি আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। তাতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চায় আদালত। এ দিন সেই নিয়ে হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।
Education Loan Information:
Calculate Education Loan EMI