নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছোল রাজ্য সরকারি কর্মীদের ডিএ-মামলা। আদালতের ২৪ এপ্রিলের শুনানির তালিকা থেকে বাদ ডিএ মামলা। বিচারপতি জেবি পারাদিওয়ালার অনুপস্থিতির কারণ দেখিয়ে শুনানি থেকে বাদ। ১১ এপ্রিল শুনানির পরে ২৪ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছিল শুনানি। 


হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে নবান্নের বৈঠকে মেলেনি সমাধানসূত্র। আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। এবার লাগাতার ধর্মঘট ও ডিজিটাল অসহযোগিতার মেয়াদ বাড়ানোর হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে ৮৬ দিনে পড়ল ধর্না-অবস্থান। বকেয়া DA-র দাবিতে ৬ মে মহামিছিলেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ, সমাধান খোঁজবার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে DA-র ফারাক ৩৬ শতাংশ। সূত্রের খবর, গতকাল নবান্নে DA-আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে বকেয়া DA দেওয়া যাচ্ছে না। সঙ্কট কাটলে নিশ্চয়ই দেওয়া হবে। 


বকেয়া ডিএ নিয়ে নবান্নের ডাকা বৈঠক নিষ্ফলা হওয়ার পর এবার লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। সমাধান খোঁজার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে সরকারের সঙ্গে ডিজিটাল অসহযোগিতাও চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তাঁরা।


হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে নবান্নের বৈঠক নিষ্ফলা! মেলেনি কোনও সমাধান সূত্র! তার জেরে আন্দোলনে অনড় রইল সংগ্রামী যৌথ মঞ্চ।  আন্দোলনকারীদের অভিযোগ, সমাধান সূত্র খোঁজার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। 


শনিবার শহিদ মিনারে ধর্না-অবস্থান ৮৬ দিনে পড়েছে। এবার লাগাতার ধর্মঘট ও ডিজিটাল অসহযোগিতার মেয়াদ বাড়ানোর হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। এরাজ্য়ের সরকারি কর্মীরা ডিএ (DA) পান ৬ শতাংশ হারে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। 


কলকাতা হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে শুক্রবার অর্থসচিব আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিবদের উদ্দেশে, আন্দোলনকারীরা বলেন, আপনি তো ৪২ শতাংশ পাচ্ছেন! আর আমরা ৬ শতাংশ!


সূত্রের খবর, মুখ্যসচিব বলেন, আমারও খারাপ লাগে। কর্মচারীদের প্রতি সহাভূতিশীল। তবে আমাদের তহবিল নেই। অর্থনৈতিক সঙ্কটের কারণে দিতে পারছি না। সঙ্কট কাটলে নিশ্চয়ই দেব।


এরপরই সরকারের বিরুদ্ধে সদিচ্ছার অভাবের অভিযোগ তুলে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবিতে ৬ মে মহামিছিলেরও ডাক দিয়েছে তারা ।