Share Market: এতটা হতাশাজনক পরিস্থিতি হতে পারে সেই বিষয়ে আগাম আঁচ করতে পারেননি বিনিয়োগকারীরা।অক্টোবরের প্রথম ট্রেডিং সেশনেই ধস নেমেছে বাজারে। একদিনে বিনিয়োগকারীদের 4.50 লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ কমেছে। ডলারের তুলনায় টাকার দুর্বলতা ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির কারণে বাজারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।


এদিন স্টক মার্কেটে মুনাফা বুকিংয়ের কারণে বিনিয়োগকারীদের সম্পদ 4.50 লক্ষ কোটি টাকা কমেছে। সেনসেক্সে 750 পয়েন্টের পতন হয়েছে। যদিও বাজারের বন্ধে সেনসেক্স 638 পয়েন্ট কমেছে, নিফটি 207 পয়েন্টের পতনের সাথে বন্ধ হয়েছে। একই সময়ে, বিএসইতে তালিকাভুক্ত শেয়ারের বাজার মূলধন 268.26 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। 


বিশ্ববাজারে পতন


সারা বিশ্বের শেয়ার বাজারের পতনের কারণে ভারতীয় বাজারে পতন দেখা দিয়েছে, এশিয়ান বাজারগুলিও পতনের সাথে লেনদেন করছে।


ক্রেডিট সুইস সঙ্কট 


সুইস ব্যাঙ্ক ক্রেডিট সুইসের ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে। সেই কারণে 27 অক্টোবর, 2022-এ ঋণের বিষয়ে নতুন পুনর্গঠন নীতির পরিকল্পনা করেছে ব্যাঙ্ক। ক্রেডিট সুইসের শেয়ারে বড় ধরনের পতন হয়েছে। যার প্রভাব পড়েছে সারা বিশ্বের বাজারে।


বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করে দিচ্ছে


মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পর থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি শুরু করছেন। 30 সেপ্টেম্বর শুক্রবার, বিদেশি বিনিয়োগকারীরা 1500 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। হিসেব বলছে, বিদেশি বিনিয়োগকারীরা সেপ্টেম্বরে 7,624 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।


টাকার দুর্বলতা


ডলারের চাহিদার কারণে টাকার ওপর চাপ দেখা যাচ্ছে। একটি ডলারের পরিবর্তে টাকা 0.67 শতাংশ কমে 81.89-এ ট্রেড করছে। তেল কোম্পানিগুলোর কাছে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় রুপির ওপর চাপ দেখা যাচ্ছে।


আজ গতি ধরার পরিবর্তে তলানিতে নেমেছে বাজার।বিশ্ব বাজারের মারাত্মক প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। অক্টোবর মাসের প্রথম ট্রে়ডিং সেশনে হতাশার মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। 


Stock Market : বিশ্বের শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে ভারতের বাজারে। আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের প্রফিট বুকিংয়ে শেয়ারবাজার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 668 পয়েন্ট কমে 56,758-এ ও নিফটি 213 পয়েন্ট কমে 16,875 পয়েন্টে বন্ধ হয়েছে।