নয়াদিল্লি: অনলাইন জুয়া রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। তার জন্য সেই জুয়া বা অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপনের উপরে কোপ বসাচ্ছে কেন্দ্রীয় সরকার।

  


কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে (Ministry of Information and Broadcasting) সোমবার ডিজিটাল মিডিয়া প্রকাশকদের কাছে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে নিউজ ওয়েবসাইট, ওটিটি প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত স্যাটেলাইট চ্যানেলগুলিতেও একই নির্দেশিকা জারি করা হয়েছে।


নির্দেশিকা না মানলে নির্দিষ্ট আইনের অধীনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
নির্দেশিকাটি মন্ত্রকের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে টুইটারে শেয়ার করা হয়েছে।


 



কী নির্দেশ:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলিকে, নিউজ ওয়েবসাইটগুলিকে অনলাইন অফশোর বেটিং প্ল্যাটফর্ম অথবা এমন কোনও পণ্য বা পরিষেবার বিজ্ঞাপনগুলি থেকে বিরত থাকার জন্য কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে।


ডিজিটাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের প্রকাশকদের জন্য একটি পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে মন্ত্রকের তরফে বলা হয়েছে, ওই প্ল্যাটফর্ম থেকে যেন ভারতীয় দর্শকদের জন্য এমন জুয়ার বিজ্ঞাপন না দেখানো হয়।


নির্দেশিকায় বলা রয়েছে, ভারতের বেশিরভাগ অংশে বাজি ও জুয়া খেলা বেআইনি। ২০১৯-এর উপভোক্তা সুরক্ষা আইনের (Consumer Protection Act of 2019) অধীনে Prevention of Misleading Advertisements and Endorsements for Misleading Advertisements 2022-গাইডলাইনের ভিত্তিতে বাজি ও জুয়া খেলা নিষিদ্ধ। তাই সেই ধরনের কোনও কিছুর প্রচার বা বিজ্ঞাপন করাও বেআইনি। 


জুয়া আইন:
জুয়া আইন, পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭ (Public Gambling Act 1867) নামেও পরিচিত। এটি এমন একটি আইন যা ভারতে জুয়া খেলাকে নিয়ন্ত্রণ করে। যেহেতু বেশিরভাগ জুয়া আইন অনলাইন বা ভার্চুয়াল জুয়াখেলা শুরুর আগে  তৈরি হয়েছিল, তাই এই জুয়া আইনে প্রাথমিকভাবে বাস্তবে বা সামনাসামনি জুয়া খেলার ক্রিয়াকলাপকে বোঝানো হয়।


আরও পড়ুন:বিশ্ব বাজারে মন্দার আশঙ্কা, সোমেই ধরাশায়ী সেনসেক্স-নিফটি