Share Market: বিশ্ববাজারের  দারুণ গতির প্রভাব পড়ল ভারতীয় বাজারে। সপ্তাহের প্রথম দিনেই দুর্দান্ত গতি ধরল নিফটি-সেনসেক্স। আজ প্রি ওপেনিং-এ সবুজে খুলেছে ইন্ডিয়ান স্টক মার্কেট।  পরবর্তীকালে ১১টার আগেই প্রায় দেড় শতাংশের কাছে চলে গিয়েছে নিফটি। 


Stock Market Opening: আজ কীভাবে খোলে বাজার ?
আজ, সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে ভারতীয় শেয়ারবাজারে 'পাওয়ার ট্রেন্ড' দেখিয়েছে বাজার। BSE 30-র সেনসেক্স 246.70 পয়েন্ট বা 0.41 শতাংশ বৃদ্ধির সঙ্গে 60,147.07 পয়েন্টে খুলেছে। অন্যদিকে, NSE-এর 50-শেয়ার সূচক নিফটি আজ 93.10 পয়েন্ট বা 0.52 শতাংশ বৃদ্ধির সঙ্গে 17,952.55 পয়েন্টে খুলতে সক্ষম হয়েছে।


Share Market: সেনসেক্স ও নিফটির অবস্থা
আজকের ট্রেডিং ডে-তে সেনসেক্সের 30টির মধ্যে 28টি স্টক বৃদ্ধি পেয়েছে বাকি 2টি স্টক কমছে৷ অন্যদিকে, নিফটির 50টি স্টকের মধ্যে 47টিতে শক্তি দেখা যাচ্ছে, বাদ বাকি 3টি স্টকে পতন রেকর্ড করা হয়েছে। ব্যাঙ্ক নিফটি সম্পর্কে কথা বললে, এর স্তর 42400 পেরিয়েছে। এটি 214 পয়েন্ট বা 0.51 শতাংশ বৃদ্ধির সঙ্গে লেনদেন শুরু করেছে।


Stock Market Opening: কোন সেক্টর আজ গতি দেখা যাচ্ছে ?
আজ নিফটির সব খাতের সূচকগুলি লাভের সঙ্গে লেনদেন করছে। সেই ক্ষেত্রে কেবল উপভোক্তা খাতের অবস্থা কিছুটা বিপর্যস্ত। আজ, টিসিএসের ফলাফলের আগে আইটি সেক্টরে গুঞ্জন শুরু হয়েছে। সেই ক্ষেত্রে ব্যবসায় আড়াই শতাংশের উত্থান লক্ষ্য করা গেছে।


Share Market: সেনসেক্সের এই শেয়ারগুলি বেড়েছে
আজ বাজার খোলার পর টেক মহিন্দ্রা, টিসিএস, টাটা মোটরস, এইচসিএল টেক, ভারতী এয়ারটেল, উইপ্রো, এমঅ্যান্ডএম, টাটা স্টিল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিস, সান ফার্মা, এলঅ্যান্ডটি, পাওয়ারগ্রিড, আইটিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এসবিআই, এনটিপিসি, এইচডিএফসি, Kotak Mahindra Bank, Nestle, HUL, Bajaj Finance, Axis Bank, UltraTech Cement, HDFC Bank, Asian Paints, Maruti এবং Bajaj Finserv এর শেয়ারে একটি শক্তিশালী গতি দেখা গেছে।


Stock Market Opening: প্রি-ওপেনে বাজারের অবস্থা কেমন
আজ শেয়ারবাজারের প্রি-ওপেনিংয়ে খুব ভাল বুম দেখা যাচ্ছে। BSE-র সেনসেক্স 342.88 পয়েন্ট অর্থাৎ 0.57 শতাংশ বৃদ্ধির সঙ্গে 60243.25 স্তরে লেনদেন করছে। এ ছাড়াও NSE-র নিফটি 104.45 পয়েন্ট অর্থাৎ 0.58 শতাংশ বৃদ্ধির সাথে 17963.90 স্তরে ট্রেড করছে। 


বাজার বিশেষজ্ঞরা বলছেন, নিফটি ১৮,০০০-এর স্তর অতিক্রম করায় ফের বাজারে বিনিয়োগের সময় এসেছে। তবে এখন বেছে বেছে স্টকে বিনিয়োগের সময়। বেশি ঝুঁকির স্টকের ক্ষেত্রে সাপোর্টে কম সংখ্যায় এসআইপি করতে বলছেন বিনিয়োগকারীরা। সেই ক্ষেত্রে ব্লু-চিপ স্টক গুলিই আজ বিনিয়োগের ক্ষেত্রে ভাল।


আরও পড়ুন : RBI Note Ban: টাকার ওপর লেখা থাকলেই বাতিল হবে নোট ! কী বলেছে রিজার্ভ ব্যাঙ্ক ?