Share Market LIVE: সপ্তাহের শেষে আশা জাগাল না বাজার, উল্টে প্রি মার্কেট ওপেনিংয়েই দেড় শতাংশের নিচে খুলল নিফটি। যার জেরে শুক্রবার রক্তাক্ত সূচকের সাক্ষী থাকল দালাল স্ট্রিট। একই পরিস্থিতি হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের। 


Stock Market Opening: কেন পতন বাজারে ?


বিশ্ব বাজারের মারাত্মক প্রভাব আজ ভারতীয় শেয়ার বাজারে ধসের অন্যতম কারণ। এদিন শুরু থেকেই নেমে গিয়েছে সূচক। নিফটি ১৬,৪০০ সাপোর্ট জোন ভেঙে নিচে চলে গিয়েছে। পরে অবশ্য দশটা নাগাদ কিছুটা ঘুরে দাঁড়ায় সূচক। প্রথমার্ধে পতনের সঙ্গে লেনদেন চলছে সেনসেক্স, নিফটিতে। এদিন সকালে এশিয়ার বাজারে ব্যাপক পতন দেখা যায়। তখন থেকেই আশঙ্কার প্রহর গুণছিল ভারতীয় বাজার। হ্যাং সেং ৪ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারও গতকাল পতনের মধ্য দিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার যার প্রভাব পড়ল ভারতীয় বাজারে।







Share Market Update: কী অবস্থা বাজারের ?
আজকে বাজারের লেনদেনে বলছে, সেনসেক্স 773.94 পয়েন্ট বা 1.39 শতাংশ পতনের সঙ্গে 54,928.29 -তে খুলেছে। যা সেনসেক্সের 55,000 -র গুরুত্বপূর্ণ স্তর ভেঙেছে। অন্যদিকে, NSE এর নিফটি 267.10 পয়েন্ট বা 1.60 শতাংশ পতনের সঙ্গে 16,415.55 এ খুলেছে। নিফটি প্রথমেই 16400-এর স্তর ভেঙে নিচে চলে গিয়েছে।


Share Market LIVE: সেক্টরাল সূচকের অবস্থা


সকাল থেকেই সেনসেক্স ও নিফটি উভয়ই 1.5 শতাংশ পতনের সঙ্গে লেনদেন করছে।  আইটি, ব্যাঙ্কিং স্টকগুলিতেও দুর্বলতা দেখা যাচ্ছে। রিয়েলটি স্টকগুলি 3 শতাংশের বেশি ও আইটি স্টকগুলি 2.44 শতাংশ কমেছে৷ মেটাল স্টক 2.3 শতাংশ কমেছে। 2.57 শতাংশ পতনের সঙ্গে লেনদেন হচ্ছে কনজিউমার ডিউরেবলস শেয়ারে।


Share Market Update: নিফটির শেয়ারের কী অবস্থা
টাটা মোটরস 4.01 শতাংশ ও এইচসিএল টেক 3.87 শতাংশ পড়েই চলেছে৷ উইপ্রো 3.29 শতাংশ ও ইউপিএল 3.19 শতাংশ কমে ট্রেড করছে। Bajaj Finserv 3.16 শতাংশ পতনে লেনদেন করছে।


আরও পড়ুন : Salary Calculations: ১ লাখ বেতন হলেও হাতে পাবেন এই টাকা, 'ইন হ্যান্ড স্যালারি' কি জানেন ?