কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুললেন ইতিহাসবিদ এবং নেতাজির সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য সুগত বসু। বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি।


এদিন লালকেল্লায় (Red Fort) পতাকা উত্তোলন করার পরে বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে। মহাত্মা গাঁধী (Mahatma Gandhi), নেতাজি (Netaji) থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ প্রণাম করার দিন। বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনও ভোলার নয়।'


কী অভিযোগ সুগত বসুর:
এই নিয়েই বিস্ফোরক সুগত বসু (Sugata Bose)। তিনি বলেন, 'ইতিহাসের বিকৃতি বা অপলাপ করছেন মোদি। গাঁধীজি, নেতাজির নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছি আমরা। সাভারকর প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, পরে সরে আসেন।'


শ্যামাপ্রসাদকে নিয়ে বিস্ফোরক:
কিন্তু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে অন্য মত পোষণ করেন ইতিহাসবিদ সুগত বসু। তিনি বলেন, 'শ্যামাপ্রসাদ কখনওই স্বাধীনতা সংগ্রামী ছিলেন না। তিনি ব্রিটিশ গভর্নরকে পরামর্শ দেন, কীভাবে ভারত ছাড়ো আন্দোলনকে দাবিয়ে রাখা যায়। নেতাজির মেজদা শরৎচন্দ্র বসু বাংলার ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। শ্যামাপ্রসাদ বাংলাকে ভাগ করার দাবি করেছিলেন। পূর্ব বাংলার হিন্দুদের দুর্দশার জন্য শ্যামাপ্রসাদ সরাসরিভাবে দায়ী।' বিস্ফোরক দাবি নেতাজি পরিবারের সদস্য সুগত বসুর। 


এদিন লালকেল্লার মঞ্চ থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এই যুদ্ধে পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে। তা নিয়েও সমালোচনা করেছেন বিরোধীরা। 


একসুরে কটাক্ষ সব বিরোধীর:
দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্য নিয়ে কটাক্ষ ছুঁড়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মোদির আমলেই দেশে সবথেকে বেশি ব্যাঙ্ক থেকে লুঠ হয়েছে বলে তাঁর কটাক্ষ। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ভোটের প্রচার শুরু করে দিলেন বলেও খোঁচা দিয়েছেন তিনি। একই ইস্যুতে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে বিদেশে পালানো শিল্পপতিদের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu) কটাক্ষ, 'মোদির মুখে দুর্নীতির কথা শোভা পায় না। কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।'


আরও পড়ুন: দেশে ফিরুক নেতাজির দেহাবশেষ, হোক ডিএনএ পরীক্ষাও, দাবি নেতাজি-কন্যা অনিতার