নয়াদিল্লি: বর্তমানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ৷ রাজ্যে বিধানসভা ভোটের পরিচালনা ছিল তাঁরই হাতে ৷ দীর্ঘ ৮ দফা ভোট পরিচালনার সিদ্ধান্তও মূলত তাঁরই ৷ কিন্তু ১৩ এপ্রিল অবসর নেবেন তিনি ৷ ইতিমধ্যেই নতুন মুখ্য নির্বাচন কমিশনারের নামও স্থির হয়ে গিয়েছে ৷ সুনীল আরোরার কাছ থেকে দায়িত্ব নিতে চলেছেন বর্তমানে নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সাধারণত ভোট ঘোষণার দিন ও ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী কমিশনার।
অনেকেরই প্রশ্ন, পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ হওয়ার আগেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিতে চলেছেন,এর ফলে কমিশনের কাজে ধারাবাহিকতা বিঘ্নিত হতে পারে কি? কমিশন সূত্রের খবর, কমিশনে তো সার্বিক বদল হচ্ছে না ৷ আর যা পরিস্থিতি এখন নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নির্বাচন কমিশনার সুশীলেরই মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর অরোরা অবসর নেবেন, তা মাথায় রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ধারাবাহিকতায় ছেদ পড়ার আশঙ্কা খুব নেই। সুশীল চন্দ্র ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার। মহারাষ্ট্রের পর গুজরাতে ডিজি(তদন্ত)-র দায়িত্ব পালন করেছেন তিনি।