Coonoor Chopper Crash LIVE: যান্ত্রিক ত্রুটি? চালকের ভুল? নাকি নাশকতা? দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনার

Coonoor Chopper Crash LIVE Updates:বেলা ১২.৪০ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল সেনার কপ্টার।সিডিএস বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।

abp ananda Last Updated: 09 Dec 2021 12:23 AM
Coonoor Chopper Crash: কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে-সহ উচ্চপদস্থ সেনা আধিকারিকরা

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে-সহ উচ্চপদস্থ সেনা আধিকারিকরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

CDS Bipin Rawat Chopper Crash: ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছিলেন সেনা বাহিনীতে

১৯৭৮ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছিলেন সেনা বাহিনীতে। ৪৩ বছর পর, সেই ডিসেম্বরেই কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত। স্যাম মানেকশ, দলবীর সিং সুহাগের পর, তিনি গোর্খা ব্রিগেডের তৃতীয় অফিসার, যিনি দেশের সেনাপ্রধান হয়েছিলেন।

Coonoor Chopper Crash: ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সারা দেশের মতোই শোকাহত বলিউড তারকারাও

তামিলনাড়ুতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশের মতোই শোকাহত বলিউড তারকারাও। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন, কঙ্গনা রানাউত, অনুপম খের, ইয়ামি গৌতমরা।


ইনস্টাগ্রাম স্টোরিতে জেনারেল বিপিন রাওয়াতের একটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। এরই সঙ্গে তিনি লিখেছেন, ‘মর্মান্তিক শ্রী বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর মৃত্যু এ বছরের সবচেয়ে ভয়াবহ খবর। দেশের প্রতি তাঁর অবদানের জন্য দেশ চিরকাল জেনারেল রাওয়াতের প্রতি কৃতজ্ঞ থাকবে। ওম শান্তি, জয় হিন্দ।’

CDS Bipin Rawat Chopper Crash: দিন হোক বা রাত, প্রতিকূল আবহাওয়ায় উড়তে সক্ষম

দিন হোক বা রাত, প্রতিকূল আবহাওয়ায় উড়তে সক্ষম। বিশ্বের অন্যতম সেরা হেলিকপ্টার এমআই সেভেন্টিন ভি ফাইভ। শুধু ভিআইপি ক্যারিয়ার হিসেবেই নয়, প্রয়োজনে ব্যবহার করা যায় অ্যাটাকিং হেলিকপ্টার হিসাবেও।

Coonoor Chopper Crash: যান্ত্রিক ত্রুটি? খারাপ আবহাওয়া? চালকের ভুল? নাকি নাশকতা?

যান্ত্রিক ত্রুটি? খারাপ আবহাওয়া? চালকের ভুল? নাকি নাশকতা? তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার ভেঙে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যুর কারণ কী? কীভাবে ভেঙে পড়ল বায়ুসেনার নির্ভরযোগ্য এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার? তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

CDS Bipin Rawat Chopper Crash: বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, 'আজ কুন্নুরে মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ১১ জন সদস্যের অকাল মৃত্যু বেদনাদায়ক। এই অপূরণীয় ক্ষতিতে সমগ্র জাতি শোকাহত। তিনি যে সাহস ও নিষ্ঠার সঙ্গে আমাদের জাতির সেবা করেছেন তা আমরা সর্বদা মনে রাখব।'

Coonoor Chopper Crash: সন্ধে ছ’টা নাগাদ ভারতীয় বায়ুসেনা জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুসংবাদ ঘোষণা করে

সংসদ ভবন থেকে বেরিয়ে জেনারেল বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছোন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিকেলে জেনারেল রাওয়াতের দিল্লির বাসভবনে পৌঁছন তিন বাহিনীর প্রধান। সন্ধে ছ’টা নাগাদ ভারতীয় বায়ুসেনা জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুসংবাদ ঘোষণা করে। 

CDS Bipin Rawat Chopper Crash: ২০১৬ সালের ১ জানুয়ারি বিপিন রাওয়াত, সাদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে নিযুক্ত হন

আর্মি কমান্ডার গ্রেডে প্রোমোশন পাওয়ার পর, ২০১৬ সালের পয়লা জানুয়ারি বিপিন রাওয়াত, সাদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং  হিসেবে নিযুক্ত হন। ১৭ ডিসেম্বর, তিনি দলবীর সিং সুহাগের থেকে, ২৭তম ভারতীয় সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার নেন। স্যাম মানেকশ এবং দলবীর সিং সুহাগের পর তিনি গোর্খা ব্রিগেডের তৃতীয় অফিসার, যিনি দেশের সেনাপ্রধান হন।

Coonoor Chopper Crash: লেফটেন্যান্ট জেনারেল হয়ে তিনি ডিমাপুরে ভারতীয় সেনার থার্ড কর্পসকে নেতৃত্ব দেন

মেজর হিসেবে উরি কর্নেল হিসেবে ইলেভেন গোর্খা রাইফেলসের ফিফথ ব্যাটালিয়ান ব্রিগেডিয়ার হিসেবে রাষ্ট্রীয় রাইফেলসের ফিফথ সেক্টরের নেতৃত্বে ছিলেন বিপিন রাওয়াত। মেজর জেনারেল হওয়ার পর, নাইনটিনথ ইনফ্যানট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং অর্থাৎ GOC-র দায়িত্ব দেওয়া হয় বিপিন রাওয়াতকে। লেফটেন্যান্ট জেনারেল হয়ে তিনি ডিমাপুরে ভারতীয় সেনার থার্ড কর্পসকে নেতৃত্ব দেন। 

CDS Bipin Rawat Chopper Crash: ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছিলেন সেনা বাহিনীতে

১৯৭৮ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছিলেন সেনা বাহিনীতে। ৪৩ বছর পর, সেই ডিসেম্বরেই কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত। স্যাম মানেকশ, দলবীর সিং সুহাগের পর, তিনি গোর্খা ব্রিগেডের তৃতীয় অফিসার, যিনি দেশের সেনাপ্রধান হয়েছিলেন। 

Coonoor Chopper Crash: আহত গ্রুপ ক্যাপ্টেনের দ্রুত কামনা করে ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের জন্য আজ দুঃখের দিন, ট্যুইটে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহত গ্রুপ ক্যাপ্টেনের দ্রুত কামনা করে ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

CDS Bipin Rawat Chopper Crash: কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফের মৃত্যুতে ট্যুইট প্রধানমন্ত্রীর

অসাধারণ সেনা, প্রকৃত দেশপ্রেমিক, ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  ‘সেনার আধুনিকীকরণে অনেক অবদান আছে। কৌশল ব্যাপারেও ব্যতিক্রমী ছিলেন জেনারেল রাওয়াত।’ কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফের মৃত্যুতে ট্যুইট প্রধানমন্ত্রীর

Coonoor Chopper Crash: প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত

বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় Air Force Chopper Crash) প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত (Gen Bipin Rawat)। বুধবার বেলা ১২.২০ মিনিটে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফজেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান- ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা ঘটে।

CDS Bipin Rawat Chopper Crash: সকাল ৯ টায় দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা দেন জেনারেল বিপিন রাওয়াত

সকাল ৯ টায় দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা দেন জেনারেল বিপিন রাওয়াত। বিশেষ বিমানে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত-সহ মোট ৯ জন। সকাল ১১.৩৫ মিনিটে তামিলনাড়ুর সুলুরে নামে চিফ অফ ডিফেন্স স্টাফের বিমান। সকাল ১১.৪৫-এ সুলুর থেকে ওয়েলিংটন সেনা ক্যাম্পের উদ্দেশে রওনা দেয় কপ্টার। ৯ যাত্রী ছাড়াও বায়ুসেনার এমআই১৭ভি৫ কপ্টারে ছিলেন ৪ জন ক্রু। বেলা ১২.২০ মিনিটে ওয়েলিংটন ক্যাম্পের ১৬ কিমি দূরে ভেঙে পড়ে কপ্টার। দুর্ঘটনাস্থল থেকে ওয়েলিংটন সেনা ক্যাম্পের দূরত্ব মাত্র ৫ মিনিট। 

Coonoor Chopper Crash: বায়ুসেনার কপ্টার ভেঙে ১৩ জনের মৃত্যু, খবর এএনআই সূত্রে

কুন্নুরে বায়ুসেনার কপ্টার ভেঙে ১৩ জনের মৃত্যু, খবর এএনআই সূত্রে

CDS Bipin Rawat Chopper Crash: ভেঙে পড়ার আগেই আগুন লেগে যায় কপ্টারে, দাবি প্রত্যক্ষদর্শীর

কুন্নুরে বায়ুসেনার কপ্টার ভেঙে ৮ জনের মৃত্যু, আহত ৩। কপ্টারের ধ্বংসাবশেষ থেকে ৩জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ভেঙে পড়ার আগেই আগুন লেগে যায় কপ্টারে, দাবি প্রত্যক্ষদর্শীর। দিল্লি থেকে সুলুর হয়ে ওয়েলিংটন সেনা ঘাঁটি যাচ্ছিলেন রাওয়াত। ওয়েলিংটন যাওয়ার পথে কুন্নুরে দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফের কপ্টার। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৪ জন। 

Coonoor Chopper Crash: বিপিন রাওয়াতের বাড়ি পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

বিপিন রাওয়াতের বাড়ি পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

CDS Bipin Rawat Chopper Crash: সংসদে পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী , কিছুক্ষণের মধ্যেই সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী

সংসদে পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কিছুক্ষণের মধ্যেই সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী।দিল্লিতে জেনারেল রাওয়াতের বাড়ির সামনে বাড়ল নিরাপত্ত

Coonoor Chopper Crash: কুন্নুরে বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, জখম ৩ জন

তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল বায়ুসেনার এমআই-17 কপ্টার, মৃত ৪। কুন্নুরে বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, জখম ৩ জন

Coonoor Chopper Crash: বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, স্থানীয় সূত্রে খবর

বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, স্থানীয় সূত্রে খবর।ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার, স্থানীয় সূত্রে খবর।সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।ঘটনাস্থলে যাচ্ছেন বায়ুসেনা প্রধান

CDS Bipin Rawat Chopper Crash: কুন্নুরে সেনার হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

কুন্নুরে সেনার হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বায়ুসেনার এই হেলিকপ্টারে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর পরিবারের সদস্য। ও কয়েকজন সেনার আধিকারিক ছিলেন।


 

Coonoor Chopper Crash: ওয়েলিংটন বেস হাসপাতালে জেনারেল রাওয়াতের চিকিৎসা চলছে

ওয়েলিংটন বেস হাসপাতালে জেনারেল রাওয়াতের চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থলের কাছেই ওই হাসপাতাল।

CDS Bipin Rawat Helicopter Crash: কুন্নুরে পৌঁছল ছয় চিকিৎসকের দল

ওয়েলিংটন আর্মি সেন্টার কুন্নুরে আজ একটি ক্যাডেট ইন্টারাকসন প্রোগ্রামে যোগ দেওয়ার কথা ছিল জেনারেল রাওয়াতের। কোয়েম্বাত্তুর মেডিক্যাল কলেজ থেকে ছয় সিনিয়র  চিকিৎসকের একটি দল কুন্নুরে পৌঁছেছে।

Coonoor Chopper Crash: ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেন তামিলনাড়ুর ডিজিপি শৈলেন্দ্রবাবু

ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেন তামিলনাড়ুর ডিজিপি শৈলেন্দ্রবাবু  । এর আগে সিডিএস রাওয়াতের উচ্চ পর্যায়ের চিকিৎসার নির্দেশ রাজ্যের স্বাস্থ্যসচিবকে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মুখ্যমন্ত্রী কোয়েম্বাত্তুর যাচ্ছেন বলে জানা গেছে। 

CDS Bipin Rawat Helicopter Crash: সিডিএস বিপিন রাওয়াত অন্য যাত্রীদের সুরক্ষা কামনা রাহুল গাঁধীর

বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল বায়ুসেনার কপ্টার। প্রার্থনা করি, সুরক্ষিত রয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং কপ্টারের বাকি যাত্রীরা। ট্যুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 

CDS Bipin Rawat Chopper Crash: হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সিডিএস বিপিন রাওয়াতকে

কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম সিডিএস বিপিন রাওয়াত। হাসপাতালে নিয়ে যাওয়া হল সিডিএস বিপিন রাওয়াতকে ।কোয়ম্বাত্তুর থেকে কুন্নরে পাঠানো হল ৬ চিকিত্‍সকের মেডিক্যাল টিমকেষ

প্রেক্ষাপট

কুন্নুর  : তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার, মৃত ৪। সেনার কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, জখম ৩ জন।হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও।তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়ল সেনার কপ্টার ।বেলা ১২.৪০ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল সেনার কপ্টার।সিডিএস বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার কপ্টার।ভেঙে পড়ার পর সেনার হেলিকপ্টারে আগুন।কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ সেনার।


দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত।কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত।কপ্টারে ছিলেন নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ,কপ্টারে ছিলেন ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা , কপ্টারে ছিলেন হাবিলদার সৎপাল। কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম সিডিএস বিপিন রাওয়াত।হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিডিএস বিপিন রাওয়াতকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.