বেঙ্গালুরু: বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছেন। বাবা আবার বেশ প্রভাবশালী। তিনি মন্ত্রী। তামিলনাড়ু সরকারের মন্ত্রী। তাই তাঁর ইচ্ছের বিরুদ্ধে পছন্দের পাত্রকে বিয়ে করে আদৌ স্বস্তিতে নেই তামিলনাড়ুর হিন্দু ধর্মীয় ও দাতব্য উদ্যোগ দফতরের মন্ত্রী পিকে শেখর বাবুর মেয়ে জয়াকল্যাণী। সেজন্য তিনি পাশের রাজ্য কর্ণাটকের পুলিশের দ্বারস্থ হয়েছেন নিরাপত্তা চেয়ে। বেঙ্গালুরু পুলিশের কাছে দায়ের করা স্মারকলিপিতে তিনি বাবার দিক থেকে নিরাপত্তাহানির আশঙ্কা প্রকাশ করেছন এবং নিরাপত্তা প্রদানের আর্জি জানিয়েছেন। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্তের কাছে এই আর্জি জানিয়েছেন জনকল্যাণী।  তিনি পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে তামিলনাড়ুরই এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন। 


বেঙ্গালুরু পুলিশ এ ব্যাপারে যথোচিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণীর আবেদনের পরিপ্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ  করা হবে। 


উল্লেখ্য়, জনকল্যাণী সম্প্রতি ব্যবসায়ী সতীশ কুমারকে বিয়ে করেছেন পরিবারের ইচ্ছের বিরুদ্ধে। সতীশ কুমারের সঙ্গে তাঁর দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন জনকল্যাণী। তাঁর অভিযোগ, এ জন্য বাবা শেখর বাবুর কাছ থেকে প্রাণহানির হুমকি পেয়েছেন তিনি। 


সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনকল্যাণী বলেছেন, সতীশের সঙ্গে তাঁর ছয় বছরের সম্পর্ক। তাঁকেই তিনি বিয়ে করেছেন। তিনি আরও বলেছেন, আমার বাবা-মা সতীশের সঙ্গে আমার প্রেমের সম্পর্কে বিরোধী ছিলেন। কয়েক মাস আগে আমি তখন সতীশকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন তামিলনাড়ু পুলিশ তাঁকে গ্রেফতার করে দুই মাস হেফাজতে রেখেছিল। আমার সন্দেহ, এই ঘটনার পিছনে আমার বাবার হাত রয়েছে। আমি প্রাপ্তবয়স্ক। আমরা একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করেছি। 


জনকল্যাণীর অভিযোগ, তামিলনাড়ুতে ফিরলে আমাদের খুনের হুমকি দেওয়া হয়েছে। সেজন্য নিরাপত্তা চেয়ে আমরা বেঙ্গালুরু পুলিশের দ্বারস্থ হয়েছি। 


তাঁর নিরাপত্তার আর্জি সম্পর্কে বেঙ্গালুরু পুলিশ কমিশনারের অফিস জানিয়েছে,এ ব্যাপারে যথোচিত ব্যবস্থা নেওয়া হবে। মেয়ে জনকল্যাণীর অভিযোগ সম্পর্কে তামিলনাড়ুর মন্ত্রীর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।