চেন্নাই: বৃষ্টিতে উপড়ে পড়ল গাছ। চাপা পড়ে মৃত্যু মহিলা পুলিশ অফিসারের। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। রাজ্য সচিবালয় জর্জ টাউনে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের স্পেশ্যাল সেলে মোতায়েন ছিলেন ওই মহিলা পুলিশ অফিসার। ঘটনার সময় ওই চত্বরে  আরও কয়েকজন পুলিশ কর্মী ছিলেন। তাঁদের কেউ কেউ অল্পবিস্তর আহত হয়েছেন।
নিরাপত্তা সংক্রান্ত কাজে মোতায়েন ছিলেন ওই মহিলা হেড কনস্টেবল কবিতা। বৃষ্টির মধ্যেই একটি গাছ উপড়ে তাঁর ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চেন্নাইয়ে রাজ্য সচিবালয় জর্জ টাউনের মুখ্যমন্ত্রীর স্পেশ্যাল সেলের কাছেই এই ঘটনা ঘটেছে।


গাছ উপড়ে পড়তেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন উপস্থিত পুলিশ কর্মীরা। তাঁরা দেখেন কবিতার ওপরে গাছ পড়ে গিয়েছে।  তাঁরা এই মহিলা পুলিশ আধিকারিককে উদ্ধার করার চেষ্টা করেন। এরপর সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  ওই মহিলা পুলিশ আধিকারিকের দেহ ময়নাতদন্তের জন্য রাজীব গাঁধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 


এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মুথিয়াল পেট থানার হেড কনস্টেবলের মৃত্যুতে তিনি মর্মাহত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  নিহত পুলিশ আধিকারিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন  তিনি। 


সোমবার রাত থেকেই চেন্নাই ও পাশ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি শুরু হয়। আগামী তিন দিন বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু সরকার চেন্নাই, কুড্ডালোর, ভিল্লুপুরমস আরিয়ালুর, পেরামবালুর, মায়িলাদুথারাই, তিরুভান্নামালাই ও কোডাইকানাল জেলায় স্কুলগুলিতে  বৃষ্টির কারণে ছুটি ঘোষণা করেছে।


গতকালই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছিল। বলা হয়, মান্নার খাঁড়ি এলাকায় ঘণ্টায় ৩০- ৪০ কিমি বেগে বাতাস বইতে পারে। 


এরইমধ্যে বৃষ্টির কারণে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। গাছ উপড়ে মারা গেলেন ওই মহিলা পুলিশ আধিকারিক।