নয়াদিল্লি: আইফোনের (iPhone) সরঞ্জাম ভারতে তৈরির বরাত মিলেছে। তার জন্য ৪৫ হাজার মহিলা নিয়োগের পরিকল্পনা করছে শিল্প সংস্থা টাটা (TATA Group)। তামিলনাড়ুর (Tamil Nadu) হোসুরের (Hosur) বৈদ্যুতিন তৈরির কারখানাতেই তৈরি হবে আইফোনের সরঞ্জাম। অ্যাপলের কাছ থেকে আরও বরাত পেতেই মহিলা কর্মী (Women Workers) নিয়োগকে টাটা প্রাধান্য দিচ্ছে বলে জানা গিয়েছে। মহিলাকর্মীদের জন্য় থাকা-খাওয়ার ব্য়বস্থা করতেও তৎপর টাটা।


৪৫ হাজার মহিলাকর্মী নিয়োগের পরিকল্পনা টাটার


টাটার একটি সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে ওই কারখানায় ১০ হাজার কর্মী রয়েইছে। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ৪৫ হাজার মহিলা কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে। তবে টাটা এবং অ্যাপলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি (Aplle Inc)।


হোসুরে ৫০০ একর জমি জুড়ে ওই কারখানা টাটার। মূলত ফোনের সরঞ্জামই তৈরি হয় সেখানে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই কারখানার বর্তমান মহিলা কর্মীদের মাথাপিছু মাসিক বেতন ১৬ হাজারের উপরেই, যা অন্য সংস্থার চেয়ে ৪০ শতাংশ বেশি। বেতনের পাশাপাশি আগামী দিনে কর্মীদের জন্য খাবার এবং ক্যাম্পাসের মধ্যে থাকার ব্যবস্থা করার পরিকল্পনাও চলছে।


আরও পড়ুন: GST Revenue: অক্টোবরেই কোষাগারে ১.৫১ লক্ষ কোটি, জিএসটি বাবদ ফের রেকর্ড আয়


নিয়োগের পর কর্মীদের আলাদা প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে টাটা। অ্যাপলের পাশাপাশি উইসট্রনের সঙ্গেও কথা চলছে সংস্থার আধিকারিকদের। আইফোন অ্যাসেম্বল করতেও হাত মেলানো নিয়ে কথাবার্তা চলছে।


চিনের বিকল্প হিসেবে ভারতকে অগ্রাধিকার দেওয়ার পথে অ্য়াপল!


এ যাবৎ আইফোনের যাবতীয় সরঞ্জাম মূলত চিনেই তৈরি হতো। কিন্তু করোনা কালে আমেরিকার সঙ্গে চিনের সংঘাত আরও চরমে ওঠে। তাতে তাইওয়ানের কন্ট্র্যাক্টর সংস্থা উইসট্রন, ফক্সকন এবং পেন্টাগন কর্পের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয়েছে বেজিংয়ের। ফলে চিনের বিকল্প হিসেবে ভারতকে বেছে নেওয়া হয়েছে।


ভারতে টাটার বিশ্বাসযোগ্যতা সন্দেহাতীত। শুধু বৈদ্যুতিন সরঞ্জাম নয়, লবণ, গাড়ি, বিদ্যুৎচালিত গাড়ি এমনকি সফ্টটওয়্যার ব্যবসাতেও উল্লেখযোগ্য নাম তারা। বৈদ্যুতিন সামগ্রীর খুচরো ব্যবসায় তাদের ব্র্যান্ড ক্রোমাও অত্যন্ত জনপ্রিয়। আইফোনের বরাত মুঠোবন্দি করতে পারলে ভারতের বাজারে খুঁটি আরও মজবুত হবে তাদের। এমনকি আইফোন উৎপাদনকারী প্রথম ভারতীয় সংস্থা হিসেবে উঠে আসবে তারা। তাতে উপকৃত হবে ভারতের অর্থনীতিও।