নয়াদিল্লি: ভারতের মাটি ছুঁল আরও তিনটি রাফাল যুদ্ধবিমান (Rafale Fighter Jet)। মঙ্গলবার বিকেলে ফ্রান্স (France) থেকে সেগুলি এসে পৌঁছেছে। সে দেশের সংস্থা দাসোঁর (Dassault Aviation) সঙ্গে ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ভারত। একে একে ৩৫টি ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে। ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) আর মাত্র একটি রাফালের অন্তর্ভুক্তি বাকি। আগামী মার্চ-এপ্রিলেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে দিল্লির তরফে।
বুধবার দিল্লির তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘গতকাল সন্ধেয় ফ্রান্স থেকে তিনটি রাফাল বিমান এসে পৌঁছেছে (Rafale Aircraft in India)। পথে সংযুক্ত আরব আমিরশাহিতে জ্বালানি ভার হয় তাতে। ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল কেনার চুক্তি হয়েছিল। তার মধ্যে এই নিয়ে ৩৫টি হাতে এসে পৌঁছল।মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে সেটিও চলে আসবে।’
ভারতীয় বায়ুসেনার হাত মজবুত করতে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি সারে ভারত। দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান আকাশ, মাটি এবং সমুদ্র সব স্থল থেকেই শত্রুপক্ষের উপর আক্রমণ হানতে এবং ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।
আরও পড়ুন: Maruti Baleno facelift: ৬.৩৫ লাখ টাকা থেকে দাম শুরু, এসে গেল মারুতি বালেনো ফেসলিফ্ট
তবে রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির (Rafale Corruption) অভিযোগে বিরাম নেই। সম্প্রতি ইন্দোনেশিয়া সরকার ফ্রান্সের সঙ্গে অত্যাধুনিক ৪২টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সেরেছে। ৮.১ বিলিয়ন ডলারে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অথচ ২০১৬ সালে ৩৬টি যুদ্ধবিমান বাবদ ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়েছে ৮.৭ বিলিয়ন ডলারে। তা নিয়ে নতুন করে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে সরব হয়েছেন বিরধীরা।
তাতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বলে ঘোষণা করেছেন। তাঁর অভিযোগ, সব মিলিয়ে ৩৬টি রাফাল কিনতে ৯.৪ বিলিয়ন ডলার খরত করেছে ভারত। অথচ ইন্দোনেশিয়া মাত্র ৮ বিলিয়ন ডলারেই চুক্তি সেরেছে। রাফাল চুক্তিতে ২১ হাজার ৭৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।