Facebook Reels Launched: টিকটককে টেক্কা দিতে ফেসবুক রিলস (Facebook Reels) নিয়ে এল মেটা (Meta)। iOS ও Android-এর এই ছোট ভিডিয়ো প্লাটফর্ম বিশ্বের ১৫০টিরও বেশি দেশে চালু করেছে কোম্পানি। সবথেকে বড় বিষয়ে ইউটিউব শর্টস, টিকটেকের (TikTok) মতো এর থেকে টাকা রোজগার করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা।
Meta Update: এদিন ফেসবুক রিলস লঞ্চের পরই মানিটাইজেশন নিয়ে মুখ খোলে মেটা। যেখানে কোম্পানি জানায়, নির্মাতাদের Facebook রিল থেকে অর্থ উপার্জনে সহায়তা করার জন্য ব্যানার ও স্টিকার বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করতে চাইছে তারা। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে ফেসবুক রিলসে মানিটাইজেশন চালু করে দিয়েছে কোম্পানি।
নতুন ফেসবুক রিলস(Facebook Reels) বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রিমিক্স, ফেসবুক স্টোরি শেয়ার ছাড়াও আরও অনেক কিছু। মেটা জানিয়েছে আগামী দিনে এই এক মিনিটের ভিডিয়ো তৈরি করে ড্রাফট করে রাখতে পারবেন ক্রিয়েটররা। থাকবে সাবক্রিপশনের সুযোগ। এবার পুরোপুরি ইউটিউবের স্টাইলেই হাঁটতে চলেছে কোম্পানি। মঙ্গলবার মেটা বলেছে,বর্তমানে সামাজিক মাধ্যমে ভিডিও দেখার অর্ধেক সময় ব্যয় হয় Facebook ও Instagram-এ। এবার সেই তালিকায় যোগ হচ্ছে রিলস। দ্রুত এই প্লাটফর্মকে আরও উন্নত করে তুলবে কোম্পানি।
TikTok-এর বিকল্প হিসেবে 2020 সালে ভারতে প্রথম তার ছোট ভিডিও তৈরির অ্যাপ Instagram Reels পরীক্ষামূলকভাবে শুরু করে Facebook। মেটা জানিয়েছে, 'রিলস প্লে' বোনাস প্রোগ্রামে তারা 1 বিলিয়ন ডলার ক্রিয়েটরদের জন্য বরাদ্দ করেছিল। যা কোম্পানির একটা বিনিয়োগের অংশ মাত্র। এই রিলসে যোগ্য নির্মাতা বা কনটেন্ট ক্রিয়েটদের রিলসের বিষয়বস্তুর ভিত্তিতে প্রতি মাসে 35,000 ডলার পর্যন্ত দিয়ে থাকে কোম্পানি। মেটা জানিয়েছে, আগামী মাসগুলিতে এই বোনাস প্রোগ্রামটি আরও দেশে ছড়িয়ে দেওয়া হবে। যাতে আরও নির্মাতারা তাদের পছন্দের রিলগুলি তৈরি জন্য পুরস্কৃত হন।
Maruti Baleno facelift: ৬.৩৫ লাখ টাকা থেকে দাম শুরু, এসে গেল মারুতি বালেনো ফেসলিফ্ট