পানাজি(গোয়া) : গত অগাস্টে গোয়ার সৈকতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল সিদ্ধি নায়েক নামে এক যুবতির। এবার গোয়ার তাঁর পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূলের একটি প্রতিনিধি দল। ছিলেন- তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দলীয় নেতা বাবুল সুপ্রিয়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের কেন্দ্রীয় সহ সভাপতি লুইজিনহো ফালেইরো।
এই যুবতির মৃত্যুর ঘটনায় গোয়ার বিজেপি সরকারকে আক্রমণ করেন তাঁরা। মহুয়া বলেন, এই পরিবারটা তাদের মেয়েকে হারিয়েছে। পুলিশ কিছু করেনি। শুধু তাদের দুঃখ বাড়িয়েছে।
প্রসঙ্গত, উত্তর গোয়ার নাচিনোলা গ্রামের বাসিন্দা ১৯ বছরের যুবতি সিদ্ধি। গত ১২ অগাস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর বাবা কালাংগুত থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরের দিন সকালে কালাংগুত সৈকতে সিদ্ধির মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে প্রকাশ পায়, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। যদিও তাঁর বাবা দাবি করেন, ঘটনাটি খুন হিসেবে তদন্ত করা হোক। এই পরিস্থিতিতে আজ এই পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল।
প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফর সেরে ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লক্ষ্য যে আগামী বছরে গোয়ার বিধানসভা ভোট, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী।
আয়তনে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। সেই গোয়ারই এখন বিশাল ওজন। কারণ, আগামী বছর, সেখানে ভোট। তাই, সমুদ্র তীরবর্তী এই ছোট্ট জায়গাই এখন রাজনৈতিক দলগুলির পাখির চোখ। আগামী বৃহস্পতিবার ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ৩১ তারিখ।
তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের নেতার।
যোগ দিতে পারেন গোয়ার বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই, গোয়ায় কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট, প্রশান্ত কিশোরের সংস্থা, আইপ্যাকের প্রতিনিধিরা। সম্প্রতি, তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী, এআইসিসি-র প্রাক্তন সাধারণ সম্পাদক লুইজিনহো ফালেইরো। তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।