ভুবনেশ্বর : মাঙ্কি ফ্লু-র পর এবার টম্যাটো ফ্লু। নয়া ভাইরাল জ্বর নিয়ে উদ্বেগ। ওড়িশায় আক্রান্ত ২৬ জন শিশু। সেরাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিজয় মহাপাত্র জানিয়েছেন, ভুবনেশ্বরের রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারে ৩৬টি নমুনার পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২৬টি পজিটিভ।
এই আক্রান্ত শিশুদের মধ্যে ১৯ জন ভুবনেশ্বরের, ৩ জন পুরীর এবং কটকের দুই জন। বিজয় মহাপাত্র আরও জানিয়েছেন, আক্রান্তরা ১-৯ বছর বয়সের । তাদের পাঁচ থেকে সাতদিন আইসোলেশনে রাখতে বলা হয়েছে। আক্রান্তদের অবস্থা অবশ্য গুরুতর নয়। নজরদারিতে রাখা হয়েছে।
একনজরে টমেটো ফ্লু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-
- দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে টম্যাটো ফ্লু-তে আক্রান্ত শতাধিক শিশু।
- কেরলে ৮০ জন শিশু পজিটিভ।
- টম্যাটো ফ্লু মূলত শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে।
- বাংলায় বেশ কয়েকজন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল, দাবি চিকিৎসকদের।
- হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম জনের ক্ষেত্রেই পড়ে, দাবি চিকিৎসকদের।
এই জ্বরটি কী ?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি বিরল ভাইরাস সংক্রমণ। ত্বকে ফোস্কা পড়ে। লাল রঙের rash দেখা যায় ত্বকে। জ্বালা হয়। কেরলে মূলত পাঁচ বছরের নীচের শিশুদের এই সংক্রমণ দেখা যাচ্ছে।
কী কী উপসর্গ :
যে শিশুদের এই সংক্রমণ হচ্ছে, তাদের গায়ে টম্যাটোর মতো লাল রঙের ফোস্কা (Blister) পড়ে। এছাড়াও জ্বর (Fever) আসে। শরীরের গাঁটে গাঁটে ব্যাথা হয়। গাঁট ফুলে যায় এবং অতিরিক্ত মাত্রায় ক্লান্তি আসে। বিশেষজ্ঞরা বলছেন অনেকক্ষেত্রে চিকুনগুনিয়ার মতো উপর্গ দেখা যায়। কোল্লাম (Kollam) ছাড়াও, আরয়ানকাভু, আঞ্চল. নেদুভাথুর (Neduvathur) এলাকা থেকেও এই সংক্রমণের খবর মিলছে।
বিশেষজ্ঞজের একাংশ জানাচ্ছেন, এটি এক ধরনের হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ। সংক্রমণ ঠেকাতে সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণের মাঝেই সতর্ক থাকার বার্তা দিচ্ছেন ডাক্তাররা। সামান্য উপসর্গ দেখা দিলেও সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আক্রান্ত শিশুদের উষ্ণ জল খাওয়াতে হবে। কোনওভাবে ফোস্কায় হাত দেওয়া যাবে না। সামান্য উষ্ণ জলে স্নান করাতে হবে আক্রান্ত শিশুদের।