আগরতলা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো'র (Road Show) আগে আগরতলায় (Agartala) তৃণমূল কর্মীদের (TMC Workers) উপর হামলার অভিযোগ। আগরতলার নোয়াগাঁওয়ে তৃণমূলের পথসভায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মঞ্চ লক্ষ্য করে ইট ছোড়া হয়। যদিও এরকম কিছুই হয়নি, প্রয়োজনে পুলিশে অভিযোগ দায়ের করুক তৃণমূল, এমনই দাবি করেছে বিজেপি।


আগামী ২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন। তার আগে ভোট প্রচারে মঙ্গলবার আগরতলা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে রোড শো শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


আগরতলায় পথসভা অভিষেকের-


এ দিন টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাট থেকে আগরতলা বিধানসভা কেন্দ্রের জিবি বাজার পর্যন্ত রোড শোয়ের পর নির্বাচনী সভাও করবেন। এই দুটি বিধানসভা কেন্দ্রেই ২৩ জুন উপনির্বাচন রয়েছে। ২০ জুন ফের ত্রিপুরায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অভিষেকের সফরের আগে, রবিবার বড়দোয়ালিতে অশান্তি বাধে। সেখানে তৃণমূলের প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থীর প্রচারের সব আয়োজনও বিজেপি-র লোকজন নষ্ট করে দেন বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। সোমবারও একদফা অশান্তি হয়েছে সেখানে। গেরুয়া শিবির যদিও অভিযোগ অস্বীকার করেছে।


এদিকে কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। পাশাপাশি, সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা-মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে তথ্যপ্রমাণে অসঙ্গতি মিলেছে। সেই কারণে মূলত বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রসঙ্গে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।


সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। রুজিরার তরফে আজ তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি মেলে। সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ৮ জনের দল। সেই দলে থাকবেন সিবিআইয়ের মহিলা অফিসাররাও। গত বছরের মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে এসেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।