আগরতলা : ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের (Biplab Deb) ইস্তফা। রাজ্যপাল এস এন আর্য্যর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এদিকে ইতিমধ্যেই আগরতলা (Agartala) এসে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরে নতুন নেতা নির্বাচনে কমিটি গঠন করল বিজেপি।ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? বিকেল ৫টায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে।


গতকালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব দেব । এর পর আজ ইস্তফা দেন। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন বিপ্লব দেব।


যদিও সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাঁকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিচ্ছে দল। সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, "দল সবার ওপরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দলের জন্য কাজ করেছি। দলের রাজ্য ইউনিটের প্রধান এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরার মানুষের জন্য ন্যায়বিচারের চেষ্টা করেছি। আমি শান্তি, উন্নয়ন ও কোভিড-সঙ্কট থেকে রাজ্যকে বের করে আনার চেষ্টা করেছি। সবকিছুর একটা সময় আছে। আমি সেই সময় মেনে কাজ করি। আমাকে যেখানেই পাঠানো হয়েছে, তা সে মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনও পোস্ট- সব জায়গাতেই ফিট বিপ্লব দেব। " 



বিপ্লব-সফর-


২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা দিলেন তিনি। কাল ফের অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন বিপ্লব দেব।


এদিকে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর দৌড়ে উঠে আসছে জিষ্ণু দেববর্মার নাম। এই মুহূর্তে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।