Mahindra Scorpio 2022: একের পর এক গাড়ির টিজার প্রকাশ করেছে কোম্পানি। অটো সাইটগুলির কথা সত্যি হলে ১৪ অগাস্ট দেশে লঞ্চ হতে পারে নতুন মহিন্দ্রা স্করপিও। যদিও কিছু অটোব্লগার বলছেন, চলতি বছরের শেষের দিকে প্রকাশ্যে আসতে পারে এই কার। জেনে নিন কী কী স্পেকস ও ফিচার থাকতে পারে গাড়িতে।


New Mahindra Scorpio: সব এসইউভির 'বিগ ড্যাডি'
আগে গোপন ছবি দেখেই সম্ভাব্য স্পেকসের কথা বলছিল অটো ব্লগাররা। তবে এবার আর সেই গোপনীয়তা নেই। কোম্পানির প্রোডাকশন মডেলের কিছু অংশের ছবি টিজ করেছে কোম্পানি। শুক্রবারই সামনে এসেছে মহিন্দ্রা স্করপিওর দ্বিতীয় ভিডিয়ো টিজার। যা ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।  কোম্পানির দাবি, দেশের রাস্তার সব এসইউভির থেকে বড় হবে এই কার।


Mahindra Scorpio 2022: নতুন কী গাড়িতে ?
সাদা রঙের 2022 স্করপিও এডিশন ইতিমধ্যেই দেখা গিয়েছে রাস্তায়। পুরো ছবি না দেখা গেলেও গাড়িতে যে কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে তা ছবি দেখেই বোঝা গিয়েছে। সামনের দিকে, বেশ কিছু নতুন উপাদান রয়েছে গাড়িতে। যার মধ্যে একটি লম্বা ক্রোম গ্রিল ব্যবহার করেছে কোম্পানি। কো-ফগ ল্যাম্প সহ গাড়িতে LED DRL নতুন মাত্রা যোগ করেছে। প্রধান আপডেটগুলির মধ্যে ডাবল-ব্যারেল হেডলাইটের সঙ্গে ক্রোম আন্ডারলাইন দেওয়া হয়েছে গাড়িতে।


আরও পড়ুন : Tata Nexon EV Max: টাটা আনল আরও শক্তিশালী নেক্সন ইভি, দাম কত জানেন ?