নয়াদিল্লি: রাতের অন্ধকারে ভয়ঙ্কর অপরাধ ঘটে গেল রাজধানীর বুকে। ডিভাইডারে ঘুমন্ত ছ’জনকে পিষে দিল লরি (Delhi Road Accident)। দিল্লি পরিবহণ সেবা নিগমের দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা তাতে চার জনের মৃত্যু হয়েছে। দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক (Death)।
দিল্লির বুকে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘুমন্ত লোকজনকে পিষে দিল লরি
মঙ্গলবার রাত ১টা বেজে ৫১ মিনিটে এই ঘটনা ঘটে। দিল্লির সীমাপুরি এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানে রাস্তার ডিভাইডারের উপর ঘুাচ্ছিলেন কয়েক জন। সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি ডিভাইডারে উঠে পড়ে। সকলকে পিষে দিয়ে বেরিয়ে যায় (Truck Runs over People)।
মৃতদের ৫২ বছর বয়সি করিম, ২৫ বছর বয়সি ছোটে খান, ৩৮ বছর বয়সি শাহ আলম এবং ৪৫ বছর বয়সি রহু বলে শনাক্ত করা গিয়েছে। আহতদের শনাক্ত করা গিয়েছে ১৬ বছর বয়সি মণীশ এবং ৩০ বছর বয়সি প্রদীপ নামে। রাজধানীতে মাথাগোঁজার আস্তানি ছিল না তাঁদের। ডিভাইডারের উপরই রাতে ঘুমিয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, ডিভাইটারে ঘুমন্ত লোকজনকে চাপা দেওয়ার পর ঘটনাস্থলে দাঁড়ায়নি লরিটি। বরং দ্রুত গতিতে চালিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন চালক। লরির ধাক্কায় একটি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে য়ায়। রক্তাক্ত শরীর গুলির পাশেই পড়ে ছিল সেটি। বুধবার সকালে বিষয়টি নজরে আসে সকলের।
সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক লরি এবং তার চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের একাধিক শাখা।
ডিভাইডারে ঘুমাচ্ছিলেন সকলে, সেখানে উঠে পিষে দিয়ে বেরিয়ে যায় লরি
পুলিশ জানিয়েছে, লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। চার জনকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চতুর্থ জনের। বাকি দু’জন এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থা সঙ্কটজনক। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ডিভাইডারে উঠে পড়ে, নাকি চালক মত্ত অবস্থায় ছিলেন, তা-ও খতিয়ে দেখার চেষ্টা চলছে। আহতের বয়ান পেলে তদন্তে সাহায্য মিলবে বলে জানিয়েছে পুলিশ।