জয়পুর: রাজস্থানের পর মহারাষ্ট্রেও কুপিয়ে খুনের ঘটনা। তাতেও উঠে এসেছে পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্য-যোগ। সেই আবহে রাজস্থানের ঘটনায় এ বার বিজেপি সংযোগ তুলে ধরল কংগ্রেস। পেশায় দর্জি কানহাইয়া লাল খুনে অভিযুক্ত দুই ধৃত বিজেপি-র সদস্য বলে দাবি গ্র্যান্ড ওল্ড পার্টির (Udaipur Murder)। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি (BJP)।
উদয়পুর-কাণ্ডে বিজেপি সংযোগের অভিযোগ
শনিবার রাজস্থানের ঘটনায় বিজেপি সংযোগ তুলে ধরে কংগ্রেস (Congress)। মূল অভিযুক্ত রিয়াজ আনসারি আসলে বিজেপি-র সদস্য বলে দাবি করেন কংগ্রেস নেতা পবন খেরা। প্রমাণস্বরূপ একটি ছবিও তুলে ধরেন তিনি, যাতে উদয়পুররে স্থানীয় বিজেপি নেতা মহম্মদ তাহিরের পাশে দেখা যায় মূল অভিযুক্ত রিয়াজ আখতারিকে।
বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠকও করেন পবন খেরা। সেখানে রিয়াজকে সক্রিয় বিজেপি কর্মী বলে উল্লেখ করেন তিনি। খুবের ঘটনায় রিয়াজের বিজেপি-সংযোগ চাঞ্চল্যকর বলে মন্তব্য করেন। এই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে তুলে দিয়েছে কেন্দ্র। ধৃতের সঙ্গে দলীয় সংযোগ ধামাচাপা দিকেই এমন পদক্ষেপ কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শুধু তাই নয় বিজেপি-র মিটিং-মিছিলেও নিয়মিত রিয়াজকে দেখা যেত বলে অভিযোগ করেন পবন খেরা। তিনি বলেন, "মূল অভিযুক্ত রিয়াজ রাজস্থানে বিজেপি-র বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেন নিয়মিত। প্রাক্তন মন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে তাঁকে। এমনকি রাজস্থানে বিজেপি-র সংখ্যালঘু দফতরের বৈঠকেও রিয়াজকে দেখা গিয়ছে। হাতের কাছেই সেই ছবি রয়েছে (Rajasthan Killing)।"
এ প্রসঙ্গে ২০১৮ সালের ৩০ নভেম্বর ফেসবুকে বিজেপি নেতা ইরশাদ চেইনওয়ালার পোস্টও তুলে ধরেন পবন খেরা। তুলে আনেন ২০১৯-এর ৩ ফেব্রুয়ারি, ২০১৯-এর ২৭ অক্টোবর, ২০২১-এর ১০ অগাস্ট এবং ২০১৯-এর ২৮ নভেম্বর তাহিরের করা কিছু ফেসবুক পোস্টও। পবন খেরার কথায়, "রিয়াজ শুধু বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠ ছিলেন না, বিজেপি-র সক্রিয় সদস্য উনি।"
অভিযোগ অস্বীকার বিজেপি-র
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য যদিও কংগ্রেসের দাবি নস্যাৎ করে দেন। কংগ্রেস ভুয়ো খবর ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, "আপনি যে এমন ভুয়ো খবর ছড়াতে পারেন, তা দেখে একটুও আশ্চর্য বোধ করছি না আমি। উদয়পুরের খুনি রা বিজেপি-র সদস্য নন। রাজীব গাঁধীকে খুন করতে LTTE যেমন কংগ্রেসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তেমনই ওরাও অনুপ্রবেশের চেষ্টা চালায়।"