নয়াদিল্লি: ইউজিসি ২০২১ সালের মে মাসের নেট পরীক্ষায় (UGC NET 2021) বসার জন্য আবেদন করার শেষ দিন আগামীকাল অর্থাৎ ২ মার্চ। তবে পরীক্ষায় বসার জন্য আবেদন করার শেষ দিন ২ মার্চ হলেও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে তার পরের দিন অর্থাৎ ৩ মার্চ, বুধবার পর্যন্ত। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা ২ মার্চ ফর্ম ফিল আপ করে ৩ মার্চ টাকা জমা করতে পারবেন। তবে সেক্ষেত্রে পরীক্ষার ফি জমা করতে হবে ৩ মার্চ রাত ১১.৫০ মিনিটের মধ্যে। পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হলে ugcnet.nta.nic.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে।


আগামী মে মাসের গোড়ায় শুরু হতে চলেছে ইউজিসি নেট পরীক্ষা। চলবে মে মাসের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জন ও সহকারী অধ্যাপক পদের জন্য আগামী ২ মে থেকে ১৭ মে পর্যন্ত মোট ১১ দিন ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হবে। চলছে অনলাইনে তারই আবেদন প্রক্রিয়া। 


ন্যাশানল টেস্টিং এজেন্সি (NTA) ইউজিসি নেট ২০২১-এর জন্য অনলাইনে আবেদনপত্র নিতে শুরু করেছিল গত ২ ফেব্রুয়ারি। মে মাসের ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১১, ১২, ১৪ এবং ১৭ তারিখ পরীক্ষা হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি পে টিএমেও জমা করা যাবে পরীক্ষার ফি। ইউজিসি নেট পরীক্ষা তিন ঘণ্টার। রয়েছে দুটি পেপার। প্রথম পেপারে ১০০ ও দ্বিতীয় পেপারে ২০০ নম্বর রয়েছে।


কীভাবে পরীক্ষার জন্য আবেদন করবেন?



  • nta.nic.in ওয়েবসাইটে ক্লিক করুন

  • ই-মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন

  • ইউজিসি নেট ২০২১-এর অ্যাপ্লিকেশন নম্বরটি লিখে রাখুন

  • নির্দেশ মেনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করুন

  • পরীক্ষার্থীর ফটো ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করুন

  • অনলাইনে পরীক্ষার ফি জমা করুন

  • সাবমিট করুন ও ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটা প্রিন্ট আউট নিয়ে রাখুন