UIDAI News: জাল আধার কার্ড রুখতে ফের কড়া পদক্ষেপ নিল ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক। ১২ সংখ্যার নম্বর মানেই আধার কার্ড নয়। তাই কোনও পিভিসি কার্ডকে আধার কার্ড হিসাবে মেনে নেওয়ার আগে যাচাই করে নিন। এইভাবে যাচাই করতে পারবেন জাল আধার কার্ড। 


Aadhaar Card: সরকার সম্প্রতি নকল আধার কার্ড ব্যবহার নিষিদ্ধ করার অ্যাডভাইজরি জারি করেছে। ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, এই ১২ সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বরটি ফিজিক্যাল ফরম্যাট ও ইলেকট্রনিক আকারে গ্রহণ করার আগে এটি যাচাই করা উচিত। এই বিষয়ে সম্প্রতি UIDAI সব বিভাগকে একটি সার্কুলার জারি করে বলেছে, যেকোনও ব্যক্তির উচিত, আধার গ্রহণ করার আগে এর সত্যতা যাচাই করা।


UIDAI-এর তরফে বলা হয়েছে যে ব্যক্তির সম্মতি নিয়ে তার আধার কার্ডের যেকোনও ফর্ম যেমন ই আধার, আধার পিভিসি কার্ড এবং এম আধার (mAadhaar) চেক করা যেতে পারে। ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক বলেছে যে এটি করলে আধারের অপব্যবহার বন্ধ হবে। এর পাশাপাশি আধারের অপব্যবহার ও জালিয়াতির ঘটনাও কমবে।


Aadhaar Card: আধার কার্ডের অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ
সরকারের জারি করা অ্যাডভাইজরি অনুযায়ী, আধার যাচাই করলেই জাল কার্ডের তথ্য জানা যাবে। এই ধরনের পরিস্থিতিতে জাল আধার কার্ড ব্যবহারকারী ব্যক্তিকে অপরাধী হিসাবে ধরা হবে। আধার আইনের ৩৫ ধারার অধীনে শাস্তি দেওয়া হবে অপরাধীকে। 


Aadhaar Card: কীভাবে আধার কার্ড চেক করবেন ?
যেকোন আধার কার্ড mAadhaar অ্যাপ বা আধার QR কোড স্ক্যানার ব্যবহার করে যাচাই করা যেতে পারে। সেই ক্ষেত্রে আধার কার্ড, ই-আধার, আধার পিভিসি কার্ড ও m-mAadhaar-এ QR কোড ব্যবহার করে আধারের আসল-নকল বোঝা যেতে পারে। QR কোড স্ক্যানার Android ও  iOS মোবাইল ফোনের পাশাপাশি উইন্ডো অ্যাপ্লিকেশনগুলিতেও পাওয়া যায়।


UIDAI News: নাগরিকদের পরামর্শ
UIDAI জানিয়েছে, অনেক নাগরিকই আধার কার্ড ব্যবহার করলেও সুরক্ষার দিকে মনোযোগ দেয় না। এই পরিস্থিতিতে মানুষের উচিত,তাদের আধার কার্ড কেবল সঠিক জায়গায় ব্যবহার করা। এর কপিগুলো এখানে-ওখানে ফেলে না দিয়ে সাবধানে রাখুন। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে কখনোই আধার নম্বর বা কার্ড শেয়ার করবেন না। অন্যথায় বিপদ বাড়বে আপনার।


আরও পড়ুন : Aadhaar Card: NRI-রাও পাবেন আধার কার্ডের সুবিধা, এই কয়েক ধাপেই হাতে নথি