গুয়াহাটি (অসম) : দেশের জনগণনাও (Census) এবার অনলাইনে (Online)। ভারতের পরবর্তী জনগণনা তথা সেনসাস অনলাইনে বলে জানিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে গিয়ে যে ঘোষণা করেছেন। পাশাপাশি অমিত শাহ জানিয়েছেন, ‘দেশে এবার চালু হতে চলেছে ই-জনগণনা (E-Census)।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, '২৫ বছরের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ই-জনগণনা’। কীভাবে এই ই-সেনসাস এগোবে, তা নিয়েও প্রাথমিক ধারণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘প্রত্যেকটি জন্ম-মৃত্যু নথিভুক্ত করে তৈরি হবে ই-জনগণনা’। আগামী ২০২৪ সালের মধ্যে ইন-সেনসাসের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


কীভাবে হবে সেনসাস


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশের অর্ধেকের বেশি মানুষ মোবাইলে কয়েকটা ক্লিকের মাধ্যমেই তাঁদের সেনসাসের জন্য প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে দিতে পারবেন। 'বর্তমান যুগের প্রযুক্তির সাহায্যে অনেক বেশি বৈজ্ঞানিক, সঠিক ও বহুমাত্রিক হতে চলেছে ই-সেনসাস।' কাগজে-কলমে চেনা পদ্ধতির সেনসাস বদলে এভাবে ই-সেনসাসের পথ ধরা দেশের ইতিহাসে এক ঐতিহাসিক বদলের পদক্ষেপ। যার পাশাপাশি করোনার কারণে মাঝে দেশের জনগণনার কাজ আটকে গিয়েছিল বলেও জানান অমিত শাহ।


শাহের অসম সফর


বিধানসভা ভোটের বছরখানেক পরে প্রথমবার বঙ্গ সফরের পর দু'দিনের অসম সফরে গিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত, উত্তরবঙ্গের সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, কোভিডের প্রভাব কমলেই দেশজুড়ে সিএএ তথা নাগরিকত্ব বিল জারি হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। যা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছিলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের নাগরিকত্ব ইস্যুতে দেশজুড়ে রাজনীতি তুঙ্গে ওঠার জল্পনা।


সাধারণত কোন দশকের শুরু থেকে শুরু হয় দেশের জনগণনার কাজ। দশকের প্রথম বছরে ঘোষণা করে হয়ে থাকে দেশের জনসংখ্যার পরিমাণ। 


আরও পড়ুন- করোনাকাল চলে গেলেই কার্যকর সিএএ, শিলিগুড়িতে হুঙ্কার শাহের