লখনউ: বিধানসভা নির্বাচনে বাকি নেই একমাসও। তার আগে রাজ্যের কৃষকদের (Farmers) জন্য বড় ঘোষণা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। ক্ষমতায় এলে তাঁর সরকার উত্তরপ্রদেশের কৃষকদের (Farmers) সেচকার্যের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এবং সুদমুক্ত ঋণ (Interest Free Loan) দেবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। একই সঙ্গে, কৃষকদের জন্য বিমা এবং পেনশনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন অখিলেশ।
সোমবার লখনউয়ে সাংবাদিক বৈঠক করেন অখিলেশ। সেখানে গম এবং চাল ছুঁয়ে শপথ নেন অখিলেশ, ‘‘কৃষকদের উপর অত্যাচার করেছে যারা, তাদের আমরা হারাব এবং রাজ্য থেকে তাড়ব।’’ এর পরই অখিলেশ জানান, কৃষকদের সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিচ্ছে তাঁর দল। সব ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (Minimum Support Price) ব্যবস্থা করা হবে। আখচাষিরা ১৫ দিনের মধ্যে হাতে টাকা পেয়ে যাবেন। সেচকার্যের জন্য ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন কৃষকরা। একই সঙ্গে কৃষকরা যাতে সুদমুক্ত ঋণ, বিমা এবং পেনশন পান, তার ব্যবস্থা করবে তাঁর সরকার। দলের ইস্তাহারে (SP Election Manifesto) এই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যাবে বলে জানান অখিলেশ।
এ দিন লখনউয়ে অখিলেশের সাংবাদিক বৈঠকে তাঁর পাশে উপস্থিত ছিলেন লখিমপুর খেরির তেজিন্দর বির্ক। অভিযোগ, লখিমপুর খেরিতে তেজিন্দরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। তবে তাতে জখম হলেও, সুস্থ হয়ে ফিরেছেন তেজিন্দর। অখিলেশের প্রতিশ্রুতি নিয়ে কোনও মন্তব্য করেননি তেজিন্দর। কিন্তু তেজিন্দর-সহ কৃষকদের দীর্ঘ লড়াইয়ের জন্য ধন্যবাদ জানান অখিলেশ। অখিলেশ অভিযোগ করেন, নির্বাচনে ফায়দা তোলার জন্যই তিনটি কৃষি আইন প্রত্যাহার করেছে কেন্দ্র। কিন্তু কৃষকদের উপর আর অন্যায় হতে দেবেন না তিনি।